বন্য পশুর মতো আচরণ করেছেন ধর্মগুরু রাম রহিম
ডেরা সাচ্চা সৌদার প্রধান স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংয়ের সাজা ঘোষণাকালে ভারতের কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (সিবিআই) বিশেষ আদালতের বিচারক জগদীপ সিং বলেছেন, তিনি নিজ শিষ্যদেরও ছাড় দেননি, বন্য পশুর মতো আচরণ করেছেন। তাই তাঁকে কোনোভাবেই নিষ্কৃতি দেওয়া যায় না।
গতকাল সোমবার দেওয়া রায়ের পর্যবেক্ষণে জগদীপ এসব কথা বলেন।
সোমবার সন্ধ্যার পর প্রকাশিত রায়ে বিচারক বলেন, ‘দুই ভুক্তভোগীই দোষী সাব্যস্তকে (রাম রহিম) ঈশ্বরের সমতুল্য ভেবেছেন এবং তাঁকে সেভাবেই সম্মান করতেন।’
‘কিন্তু এ ধরনের অতি সরল ও অন্ধ অনুসারীদেরও যৌন হেনস্তা করে তিনি গুরুতর অপরাধ করেছেন। দোষী সাব্যস্ত ব্যক্তির (যিনি একটি ধর্মীয় সংগঠন চালাতেন) এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড নিঃসন্দেহে বহুকাল ধরে সম্মানিত ধার্মিক ও পবিত্র আধ্যাত্মিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। দোষী সাব্যস্ত ব্যক্তির এহেন কর্মকাণ্ডে প্রাচীন এই ভূখণ্ডের ঐতিহ্যের অপূরণীয় ক্ষতি হয়েছে।’
এর আগে দুই নারীভক্তকে ধর্ষণের দায়ে দোষী রাম রহিম সিংকে ২০ বছরের কারাদণ্ডাদেশ দেন হরিয়ানা রাজ্যের রোহতাক কারাগারের অস্থায়ী আদালত। দুটি ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ার পর তাঁকে ১০ বছর করে মোট ২০ বছরের সাজার কথা শোনান আদালত।
ডেরা সাচ্চা সৌদার প্রধান একটি ধর্ষণের অপরাধে ১০ বছর কারাদণ্ড ভোগের পর আরেকটি ধর্ষণের অপরাধের সাজা ভোগ করবেন বলে ওই আদেশে উল্লেখ করা হয়।