হোটেলে ক্যামেরা বসিয়েছিলেন লাস ভেগাসের হামলাকারী
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে গত রোববার একটি কনসার্টে গুলি চালিয়ে ৫৯ জনকে হত্যা ও পাঁচ শতাধিক মানুষকে আহত করা বন্দুকধারী স্টিফেন প্যাডক (৬৪) তাঁর হোটেলকক্ষের ভেতর ও বাইরে বেশ কিছু ক্যামেরা স্থাপন করেছিলেন।
বন্দুক হামলার তদন্তসংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা এমন তথ্য জানিয়েছেন।
ওই কর্মকর্তাদের ভাষ্য, দুটি ক্যামেরা বসানো হয়েছিল বারান্দার পাশে। আরেকটি ক্যামেরা ছিল দরজার ফাঁকা অংশে। এগুলো দিয়ে প্যাডক আইনশৃঙ্খলা বাহিনী বা পুলিশের উপস্থিতির বিষয়টি দেখতে পারতেন।
লাস ভেগাস উপত্যকার মান্দালয় বে হোটেল থেকে প্যাডক কেন নির্বিচার গুলি চালিয়ে এত লোককে হতাহত করলেন, তার সঠিক কারণ এখনো জানতে পারেননি তদন্ত কর্মকর্তারা। তবে তিনি পরিকল্পিতভাবে কাজ করেছেন বলে মন্তব্য করেছেন একজন কর্মকর্তা।
যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের ক্লার্ক কাউন্টির শেরিফ জোসেফ লোম্বার্ডো মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ‘এই ব্যক্তি পূর্বপরিকল্পনা অনুযায়ী কাজ করেছেন। অবশ্যই পরিকল্পিত, তাঁর কাছে যে ধরনের অস্ত্র ছিল ও তাঁর কক্ষে যে পরিমাণ অস্ত্র পাওয়া গেছে, তাতে তা বোঝা যাচ্ছে।’
‘এটা ব্যাপকভাবে পূর্বপরিকল্পিত এবং আমি নিশ্চিত যে তিনি প্রতিটি কাজ বুঝেশুনে করেছেন।’