মমতা আমাকে পশ্চিমবঙ্গে ঢুকতে দিচ্ছেন না : তসলিমা
বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন অভিযোগ করেছেন, মুসলিম সম্প্রদায়কে খুশি করতেই তাঁকে পশ্চিমবঙ্গ রাজ্যে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তিনি বলেছেন, ‘ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চায় না আমি পশ্চিমবঙ্গে ফিরে যাই।’
ভারতের ‘সিএনএন-আইবিএন’ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন অভিযোগ করেন তসলিমা। তিনি বলেন, ‘স্রেফ ইসলাম ধর্মাবলম্বী মুসলিম সম্প্রদায়কে খুশি করার জন্যই সরকার আমার পশ্চিমবঙ্গে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করে রেখেছে।’
তসলিমা বলেন, ‘ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আমাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গ সরকার চায়না যে আমি পশ্চিমবঙ্গে যাই। সে কারণেই আমি পশ্চিমবঙ্গে যেতে পারছি না।’
এই লেখক আরো অভিযোগ করেন, ‘আমার একটি উপন্যাস অবলম্বনে পশ্চিমবঙ্গের একটি চ্যানেলে যে মেগা ধারাবাহিক নির্মিত হওয়ার কথা ছিল, সেটিও মমতা সরকারের নির্দেশে বন্ধ হয়ে যায়। ওই চ্যানেলকে সরাসরি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমার উপন্যাসভিত্তিক ধারাবাহিকটিকে বন্ধ করে দেওয়ার নির্দেশও দেওয়া হয়।’
তসলিমা নাসরিনের লেখা ‘দুঃসহবাস’ নামের একটি উপন্যাস নিয়ে কলকাতার একটি টেলিভিশন চ্যানেলে ওই ধারাবাহিকটি প্রচার হওয়ার কথা ছিল। তসলিমার লেখা ওই ধারাবাহিক নিয়ে মেগা ধারাবাহিকের জন্য শহরের বিভিন্ন স্থানে বিজ্ঞাপন দিয়েও শেষ পর্যন্ত মেগা ধারাবাহিকটি সম্প্রচার করার সিদ্ধান্ত বাতিল করে চ্যানেল কর্তৃপক্ষ।
এর আগে বহুবার তসলিমা কলকাতায় আসার জন্য আবেদন জানিয়েছেন, কিন্তু তিনি পশ্চিমবঙ্গে এলে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে- এমন আশঙ্কার কথা বলে এই বিতর্কিত লেখিকাকে কলকাতায় আসতে দেওয়া হয়নি। সেই ক্ষোভ থেকেই ওই সাক্ষাৎকারে তসলিমা অভিযোগ করেন, ‘মুসলিম সম্প্রদায়ের ভোটব্যাংকের কথা মাথায় রেখেই পশ্চিমবঙ্গ সরকার আমাকে পশ্চিমবঙ্গে ঢুকতে দিচ্ছে না।’