মিনা ট্র্যাজেডির জন্য বাদশাহ-পুত্র দায়ী!
সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে নিহত হওয়ার ঘটনায় সৌদি বাদশাহর ছেলেকে দায়ী করেছে আরব ও ইরানের একাধিক গণমাধ্যম। বলা হচ্ছে, নিয়ম ভঙ্গ করে সেনা ও পুলিশ সদস্যসহ বিশালসংখ্যক নিরাপত্তাকর্মী নিয়ে হজের রীতি পালন করেন মোহাম্মদ বিন সালমান আল-সউদ। আর এতেই বিশৃঙ্খলার সৃষ্টি হয়। প্রাণ হারান হজ করতে আসা সাধারণ মানুষ।
আরবভিত্তিক সংবাদপত্র আল-দিয়ারকে উদ্ধৃত করে ইরানের সংবাদ সংস্থা ফার্স ও প্রেস টিভি জানিয়েছে, আরবভিত্তিক একাধিক সংবাদপত্র এ ঘটনার জন্য বাদশাহ-পুত্রকে দায়ী করেছে।
আরবভিত্তিক গণমাধ্যমের বরাত দিয়ে ফার্স জানিয়েছে, মুহাম্মদ বিন সালমান আল-সউদ সাড়ে তিনশর বেশি নিরাপত্তাকর্মী, ২০০ সেনাসদস্য এবং ১৫০ পুলিশ সদস্য নিয়ে হজের রীতি অনুযায়ী শয়তানের ওপর পাথর নিক্ষেপের জায়গায় যান। শৃঙ্খলা ভেঙে বিশাল বাহিনী নিয়ে বাদশাহ পুত্র উল্টোপথে যান। এরপরই ঘটে বিপত্তি। এ বিশৃঙ্খলার কারণেই শত শত হাজি পদদলিত হয়ে মারা যান। এ ব্যাপারে সৌদি বাদশাহকে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করে ওই সব সংবাদমাধ্যম।
তবে কোনো সূত্র এখনো বিষয়টি নিশ্চিত করেনি বলে জানিয়েছে ফার্স।
ফার্স দাবি করেছে, মিনায় পদদলিত হওয়ার ওই ঘটনায় এক হাজার তিনশর বেশি হাজি মারা গেছেন; আহত হয়েছেন দুই হাজারের বেশি। এর মধ্যে ইরানের ১৩১ হাজি নিহত ও ১৫০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ফার্স।
ইরানের হজ সংস্থার প্রধান সাঈদ ওহাদি এ ঘটনার জন্য সৌদি আরবের নিরাপত্তাব্যবস্থার ত্রুটি ও অব্যবস্থাপনাকে দায়ী করেন।