সৌদি আরবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে ইরান
মিনায় পদদলিত হয়ে হাজি নিহত হওয়ার ঘটনায় সৌদি আরবের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ইরান। দেশটির প্রসিকিউটর জেনারেল ইব্রাহিম রাইসি বলেছেন, ‘হাজিদের সঙ্গে যে অন্যায় করা হয়েছে, তার জন্য সৌদি আরবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা আন্তর্জাতিক আদালত ও সমমনাদের প্রতি আহ্বান জানাব।’
ইরানের বার্তা সংস্থা ইসনা (ISNA) এ কথা জানিয়েছে। ইব্রাহিম রাইসি আরো বলেন, ‘এটা অযোগ্যতা নয়, এটা অপরাধ।’ তিনি সৌদি আরব কর্তৃপক্ষের বিরুদ্ধে মিনা থেকে জামারার দিকে পাথর নিক্ষেপ করতে যাওয়া মুসল্লিদের রাস্তা বন্ধ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সৌদি যুবরাজের বহরকে যাওয়ার সুযোগ করে দেওয়া হয় বলে অভিযোগ করেন। তবে সৌদি আরব এ অভিযোগ অস্বীকার করেছে।
এ ঘটনায় ১৩৬ জন ইরানের নাগরিক নিহত হয়েছেন বলে দাবি ইরানের। বার্তা সংস্থা ফারস জানায়, এখনো অন্তত ৩০০ ইরানি নাগরিকের খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁদের মধ্যে ইরানের সাবেক কূটনীতিক গজনাফর রোকনাবাদিও রয়েছেন।
গত বৃহস্পতিবার হজ চলাকালে নিয়ম অনুযায়ী মিনা থেকে জামারাতে পাথর মারার উদ্দেশে যাওয়ার সময় পদদলিত হয়ে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৭৬৯ হাজি। আহত হয়েছেন ৯৩৪ জন। দেশটির স্বাস্থ্যমন্ত্রী খালিদ আল-ফালিহ আহতদের এই সংখ্যার কথা জানিয়েছেন।
এখন পর্যন্ত নিহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে পারেনি সৌদি আরব সরকার। মিনার বিভিন্ন হাসপাতালে এখনো চিকিৎসা নিচ্ছেন আহতরা।
সৌদি আরবের যুবরাজ মোহাম্মাদ বিন নায়েফের সঙ্গে আলাপকালে দেশটির শীর্ষ আলেম শেখ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল-শাইখ বলেন, ‘যা ঘটেছে, আপনি তার জন্য দায়ী নন। আপনার পক্ষে যেটুকু করা সম্ভব, আপনি সেটুকুই করেছেন। ভাগ্য এবং নিয়তিতে যা লেখা আছে, তা ঘটবেই।’