নিহত ৬৫০ হাজির ছবি প্রকাশ, তিনজন বাংলাদেশি
সৌদি আরবের মিনায় পদদলনে নিহত হাজিদের মধ্যে ৬৫০ জনের ছবি প্রকাশ করা হয়েছে। এদের মধ্যে তিনজন বাংলাদেশিকে শনাক্ত করা হয়েছে। এ ছাড়া, স্বজন ও হজ এজেন্টদের জন্য আজ রোববার মক্কায় অবস্থিত বাংলাদেশ হজ মিশনে ‘সম্ভাব্য নিহত’ বাংলাদেশি হাজিদের ছবি টানানো হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মিনায় পদদলনের ঘটনায় ঠিক কতজন বাংলাদেশি হাজি নিহত হয়েছেন তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে আগামীকাল সোমবার সৌদি আরব কর্তৃপক্ষ বাকি নিহতদের ছবি প্রকাশ করবে বলেও গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানিয়েছে মন্ত্রণালয়।
বার্তা সংস্থা ইউএনবি বলছে, জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কার্যালয়ের দেওয়া সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত ৬৫০ জন নিহজ হাজির ছবি প্রকাশ করেছে সৌদি আরব। এর মধ্যে খুলনার এম শহিদুল ইসলাম এবং সাভারের আমিনুর রহমান নামে দুজন বাংলাদেশি রয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। এ ছাড়া আরো এক বাংলাদেশির মৃতদেহ শনাক্ত করা গেলেও তাঁর পরিচয় এখনো জানা যায়নি।
এ ছাড়া ফিরোজা খানম নামে এক বাংলাদেশি হাজি মারা গেছেন বলে তাঁর পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। যদিও সৌদি সরকারের প্রকাশিত ছবির তালিকায় তাঁর নাম নেই। বিচ্ছিন্নভাবে আরো কয়েক বাংলাদেশি নিহত হয়েছেন বলে তাঁদের পরিবারের পক্ষ থেকে দাবি করা হলেও এখন পর্যন্ত সৌদি সরকার বা বাংলাদেশ দূতাবাস আনুষ্ঠানিকভাবে তাঁদের ব্যাপারে কিছু জানায়নি।
এ ছাড়া সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে হাজিদের শনাক্ত করতে কাজ করছে বাংলাদেশ কনস্যুলেটের মেডিকেল টিম।
গত বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুজদালিফা থেকে শয়তানের উদ্দেশে পাথর নিক্ষেপের জন্য মুসল্লিরা মিনায় যাচ্ছিলেন। এ সময় পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে।