প্রধানমন্ত্রী হতে চান মালালা
ভোটে জিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী পাকিস্তানি কিশোরী মালালা ইউসুফজাই। গতকাল শনিবার ভারতের বার্তা সংস্থা ইন্ডিয়া টুডে টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের এই ইচ্ছের কথা জানান তিনি।
সাক্ষাৎকারে মালালা জানান, তিনি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে বিরাট একটি অনুপ্রেরণা হিসেবে দেখেন। তিনি বলেন, ‘একজন মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন, এটা কেউ ভাবতে পারত না। কিন্তু সেই ভাবনা ভুল প্রমাণিত করে দিয়েছিলেন বেনজির ভুট্টো।’ মালালার স্বপ্ন, ভবিষ্যতে ভোটে জিতে প্রধানমন্ত্রী হওয়া; যাতে শিশুদের আরো বেশি শিক্ষার সুযোগ করে দিতে পারেন তিনি।
তাকে এ সময় জিজ্ঞেস করা হয়, তিনি কি বেনজিরের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চান। জবাবে মালালা বলেন, ‘আশা রাখি। যদি মানুষ আমাকে ভোট দেয় তাহলে প্রধানমন্ত্রী হতে চাই।’
পাকিস্তানে চলমান সন্ত্রাস নিয়ে পাকিস্তানি নেতাদের নীরবতা নিয়েও প্রশ্ন তোলেন মালালা। মালালা জানান, তাঁর স্বপ্ন শিশুদের শিক্ষা অর্জনে সহায়তা করা। তিনি বলেন, ‘সমাজে পরিবর্তন আনতে অনেক পথ আছে। ভবিষ্যৎ প্রজন্মকে সন্ত্রাসবিরোধী হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষায় বিনিয়োগ করতে হবে। আমাদের এ ক্ষেত্রে অস্ত্র হিসেবে যা প্রয়োজন হবে তা হলো বই, কলম।’