কোটি টাকা করে পাচ্ছেন মক্কায় হতাহত ২৫ বাংলাদেশি
সৌদি আরবের মক্কায় গত ১১ সেপ্টেম্বরের ক্রেন দুর্ঘটনায় হতাহত ২৫ হাজি এক কোটি টাকার বেশি অর্থ সহায়তা পাবেন। স্থানীয় সময় বুধবার রাত ৮টার দিকে মক্কার স্বাস্থ্য বিভাগের প্রধান ড. মোস্তফা বালজুম সাংবাদিকদের এ তথ্য জানান।
মোস্তফা বালজুম জানান, মক্কায় ক্রেন দুর্ঘটনায় এ পর্যন্ত ১১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৩৮ জন। ১২টি দেশের হাজিরা এ দুর্ঘটনার শিকার হয়েছেন। দুর্ঘটনায় আহত ব্যক্তিদের প্রত্যেককে পাঁচ লাখ রিয়াল (এক কোটি পাঁচ লাখ টাকা) অর্থ সহায়তা দেওয়া হবে। আর নিহত হাজির পরিবারকে ১০ লাখ রিয়াল (দুই কোটি ১০ লাখ টাকা) করে অর্থ সহায়তা দেওয়া হবে।
মক্কার স্বাস্থ্য বিভাগের প্রধান আরো বলেন, দুর্ঘটনায় ১২টি দেশের হাজিরা হতাহত হয়েছেন। তাঁদের মধ্যে সবচেয়ে বেশি হতাহত হয়েছেন পাকিস্তান (৫১), ইন্দোনেশিয়া (৪২), বাংলাদেশ (২৫) ও মিসরের (২৩) হাজিরা।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বালজুম বলেন, হতাহত ব্যক্তিদের পাসপোর্ট, মোবাইল নম্বরসহ পূর্ণ পরিচয় সংরক্ষণ আছে। তাঁদের পরিবারের সদস্যদের পরিচয়ও সংরক্ষণ করা হয়েছে। ফলে কোনো অবস্থাতেই তাঁদের আত্মীয় নয়, এমন কোনো ব্যক্তি আর্থিক সহায়তা নিতে পারবেন না। তিনি আরো বলেন, যাঁরা দুর্ঘটনার শিকার হয়েছেন, তাঁদের দুজন আত্মীয়কে আগামী বছর হজের ব্যবস্থা করবেন সৌদি বাদশাহ।