মোদির দুঃখ প্রকাশ, শিবসেনার ভর্ৎসনা
ভারতে উত্তরপ্রদেশ রাজ্যের দাদরিতে গরুর মাংস খাওয়ার অপরাধে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একহাত নিয়েছে বিজেপির অন্যতম শরিক দল শিবসেনা। মোদির ওই দুঃখ প্রকাশ তাদের কাছে মোটেই প্রত্যাশিত ছিল না বলেও মন্তব্য করেছে দলটি।
দাদরিকাণ্ডের পর দীর্ঘ নীরবতা ভেঙে আজ বুধবার অবশেষে দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ ঘটনাকে অনভিপ্রেত বলেও মন্তব্য করেছেন মোদি। একই সঙ্গে পাকিস্তানি শিল্পী গুলাম আলীর অনুষ্ঠান বাতিল হওয়া প্রসঙ্গে দুঃখ প্রকাশ করে মোদি জানিয়েছেন, এই ধরনের ন্যক্কারজনক ঘটনা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) কখনই সমর্থন করে না।
তবে মোদির এই বক্তব্যকে মোটেই ভালো চোখে নেয়নি শিবসেনা। দলটির শীর্ষনেতা সঞ্জয় রাউত জানিয়েছেন, গুজরাটে গোধরাকাণ্ডের পর যে সম্মান কুড়িয়েছিলেন নরেন্দ্র মোদি, দারদিকাণ্ডের নিন্দা করে সেই সম্মান খোয়ালেন তিনি। সঞ্জয় রাউত বলেন, ‘গোধরাকাণ্ড বিশ্বজুড়ে স্বীকৃতি এনে দিয়েছিল মোদিকে। গোধরাকাণ্ডের জন্য আমরা তাঁকে সম্মান করতাম। কিন্ত দাদরিকাণ্ড এবং গুলাম আলীর কনসার্ট বাতিল নিয়ে তাঁর দুঃখ প্রকাশ অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই মন্তব্য আমাদের প্রিয় মোদিজির হতে পারে না।’
গত কয়েকদিনে ক্রমাগত নানা ঘটনা ঘটিয়ে সংবাদের শিরোনামে উঠে এসেছে ভারতের কট্টর হিন্দুত্ববাদী দল শিবসেনা। প্রথমে পাকিস্তানি গায়ক গুলাম আলীর কনসার্ট বাতিল করে, এরপর পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খুরশিদ মাহমুদের বই প্রকাশকে কেন্দ্র করে অনুষ্ঠানের মূল উদ্যোক্তা সুধীন্দ্র কুলকার্নির মুখে কালি লেপে দিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় তোলে শিবসৈনিকেরা।
এসব ঘটনার বিষয়েই আজ মোদি দুঃখ প্রকাশ করেন। আর এতেই শিবসেনার তোপের মুখে পড়েছেন তিনি।
গরুর মাংস খাওয়ার অপরাধে দাদরিতে ৫২ বছরের এক বৃদ্ধকে পিটিয়ে মেরে ফেলার ঘটনা ও গুলাম আলীর কনসার্ট বাতিলকে দুঃখজনক বললেও এই ধরনের ঘটনা যে অতীতে ভারতের মাটিতে বহুবার ঘটেছে তাও উল্লেখ করেছেন মোদি। তিনি বলেন, বিরোধীরা এখন সমস্ত ইস্যুকে বড় করার চেষ্টা করছে। অথচ এসব সমস্যা আলোচনার মাধ্যমেই সমাধান করা সম্ভব।
বিরোধীরা এখন বিজেপিকে সাম্প্রদায়িক দল বলে যে দোষারোপ করছে, সেখানে দাঁড়িয়ে বিরোধীরাও কি মেরুকরণের রাজনীতি করছেন না? এমন পাল্টা প্রশ্ন করেন নরেন্দ্র মোদি। বিজেপি সব সময় মেকি ধর্মনিরপেক্ষতার বিরোধিতা করেছে বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি। এ ছাড়া তাঁর দল কখনোই এই ধরনের হত্যাকাণ্ড বা অনুষ্ঠান বাতিল হওয়ার মতো ঘটনাকে সমর্থন করে না বলেও জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।