টেকসই ভারত-পাকিস্তান সংলাপের আহ্বান
দ্বিপক্ষীয় বিভিন্ন সমস্যা সমাধানে পাকিস্তান-ভারত টেকসই ও স্থিতিশীল সংলাপের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।
হোয়াইট হাউসের ওভাল অফিসে ওবামা ও নওয়াজের বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ভারত ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক বৃদ্ধি এবং কাশ্মীর সমস্যার মতো যাবতীয় বিতর্কিত বিষয় সমাধানের আহ্বান জানিয়েছেন নওয়াজ-ওবামা। এ দুই নেতা মনে করেন, ভারত-পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক বৃদ্ধি এ অঞ্চলের শান্তি, স্থিতি ও সমৃদ্ধিতে বড় অবদান রাখবে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে আরো বলা হয়, বৈঠকে জাতিসংঘের সন্ত্রাসী আখ্যা দেওয়া সংগঠন লস্কর-ই-তৈয়্যবাসহ (এলইটি) বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে ‘কার্যকর ব্যবস্থা’ নেওয়ার বিষয়ে ওবামাকে অবহিত করেন নওয়াজ।