মোদির চমক : ব্যাংকে সোনা রাখলেই সুদ
এক বছর পূর্ণ হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর। আর এই উপলক্ষে ভারতবাসীর জন্য অনুষ্ঠানের পক্ষ থেকে দেশবাসীকে দারুণ এক চমক দিলেন মোদি।
চমকটি হলো, এখন থেকে ভারতের ব্যাংকে সোনা জমা রেখে সুদ পাবেন ভারতীয়রা। শুধু তাই নয়, ভারতের কেন্দ্রীয় সরকারের ছোট পদ অর্থাৎ নন-গেজেটেড গ্রুপ বি, সি এবং ডি-এর মতো পদে নিয়োগের ক্ষেত্রে আর মৌখিক পরীক্ষা দেওয়া লাগবে না।
আজ রোববার অল ইন্ডিয়া রেডিওতে ‘মন কি বাত’ অনুষ্ঠানে এই দুটি আকর্ষণীয় ঘোষণা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৬ সালের জানুয়ারি মাস থেকেই কেন্দ্রীয় সরকারের নন-গেজেটেড গ্রুপ বি, সি এবং ডি পদে নিয়োগের ক্ষেত্রে আর মৌখিক পরীক্ষা না দেওয়ার ব্যবস্থা চালু করা হবে বলেও জানিয়ে দেন তিনি।
‘মন কি বাত’ অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেমন তাঁর মনের কথা দেশবাসীকে জানিয়েছেন, তেমনি দেশবাসীর কথাও শুনেছেন। আজকের অনুষ্ঠানে তিনি ‘সোনা’কে দেশের আর্থিক সম্পত্তি করে তোলার ওপর জোর দেন। এ ছাড়া কিছুদিনের মধ্যেই অশোক চক্র সংবলিত সোনার মুদ্রা বাজারে আনা হবে বলেও জানান তিনি।
ভারতজুড়ে ‘ধনতেরাস উৎসবের’ আগে অর্থাৎ আগামী সপ্তাহেই এই সোনার কয়েন বাজারে পাওয়া যাবে। পাঁচ গ্রাম থেকে শুরু করে ২০ গ্রাম ওজন পর্যন্ত সোনার কয়েন ছাড়া হবে।
এ বিষয়ে মোদি বলেন, ‘ভারতের জনজীবনে সোনার গুরুত্ব অপরিসীম। কিন্তু সোনা থেকে অর্থ সংগ্রহ করা যায় না। ফলে সোনা অধিকাংশ বাড়িতেই ডেড মানি হিসেবে পড়ে থাকে। কিন্তু বাড়িতে থাকা এই সমস্ত সোনা প্রতিটি পরিবারের কাছে আর্থিক শক্তি হতে পারে। বাড়িতে পড়ে থাকা এই সোনার সাহায্যে পরিবারে সচ্ছলতা আসতে পারে। যে কারণে গোল্ড মানিটাইজেশন প্রকল্প শুরু করতে চলেছে তাঁর সরকার। এই প্রকল্পের মাধ্যমে ব্যাংকে সোনা জমা রেখে সুদ পাওয়া যাবে।’