ভারতে গরুকাণ্ডে এবার মাদ্রাসা শিক্ষক নিহত
আবারও গরুকাণ্ডে মানুষ মরল ভারতে। মণিপুর রাজ্যের ইম্ফল এলাকায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে গরু চুরির অভিযোগ এনে তাঁকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। গত সোমবার এ ঘটনা ঘটলেও ভারতীয় সংবাদমাধ্যমে তা প্রকাশিত হয়েছে আজ বৃহস্পতিবার।
ইস্ফলের ওই মাদ্রাসা শিক্ষকের নাম হাসমাদ আলী (৫৫)। তাঁর লাশ ইম্ফল হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। ভারতীয় সংবাদমাধ্যমে এই ঘটনার কথা বৃহস্পতিবার সকালে প্রকাশ পেতেই দেশজুড়ে তীব্র নিন্দার ঝড় উঠেছে। এই ঘটনায় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ইম্ফল পুলিশ কাউকে আটক করতে পারেনি।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, হাসমাদ আলী মণিপুরের ইম্ফলের কেইরাও মার্কেটিং গ্রামের বাসিন্দা। যথেষ্ট সৎ, নিষ্ঠাবান এবং দয়ালু শিক্ষক বলে এলাকায় দীর্ঘদিন যাবত পরিচিত তিনি। ভারতের উত্তর পুর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের সরকার পরিচালিত একটি মাদ্রাসায় তিনি প্রধানশিক্ষক হিসেবে বহাল ছিলেন। গত সোমবার সকালে মৃত হামসাদ আলীর মৃতদেহ তাঁর বাড়ি কেইরাও গ্রাম থেকে আনুমানিক পাঁচ কিলোমিটার দূরে পাওয়া যায়। এই ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
জানা যায়, সম্প্রতি ওই গ্রামের এক পরিবারের গরু চুরি হয়ে যাওয়ার পর অভিযোগের তীর ওঠে মাদ্রাসার প্রধান শিক্ষক এই হাসমাদ আলীর বিরুদ্ধে। অভিযোগ, হাসমাদ আলীর সঙ্গে নাকি ওই চুরি যাওয়া গরুটিকে দেখতে পায় গ্রামের বাসিন্দারা। এর পরই গত সোমবার মাদ্রাসার ওই শিক্ষককে বাড়ি থেকে বের করে নিয়ে এসে বেধড়ক মারধর শুরু করে গ্রামের একাধিক বাসিন্দা। বারবার তিনি ঘটনার বিষয় কিছু জানেন না বললেও তাঁকে উলটো বেপরোয়াভাবে মারধর করা হয়। মারধরের কারণে ঘটনাস্থলেই মারা যান হাসমাদ আলী। পরে ঘটনার খবর পেয়ে স্থানীয় ইরিলবুং থানার পুলিশ গিয়ে হাসমাদ আলির লাশ উদ্ধার করে। এরপরেই স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হন। ক্ষুব্ধ বাসিন্দারা স্থানীয় ইরিলবুঙ থানা ভাঙচুর করে। তাঁদের অভিযোগ, পুলিশ সময়মতো ঘটনাস্থলে পৌঁছালে বাঁচানো যেতো হাসমাদ আলীকে। মাদ্রাসার শিক্ষক হাসমাদ আলী যে আদৌ গরু চুরি করেননি সে কথা জোর দিয়ে জানিয়েছেন তাঁরই ঘনিষ্ঠ ব্যক্তি রাজাউদ্দিন। গোটা ঘটনায় দোষীরা শাস্তি না পাওয়া পর্যন্ত হাসমাদ আলীর লাশ গ্রামেরর বাসিন্দারা আটকে রেখে দিয়েছেন বলে জানা যায়। ঘটনার জেরে মণিপুরের এক মুসলিম সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের অবিলম্বে হস্তক্ষেপ দাবি করা হয়েছে। এমনকি ঘটনার রাজ্যজুড়ে আজ বৃহস্পতিবার বনধ পালনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।