মিয়ানমারে ‘বিজয়ী’ অং সান সু চি
মিয়ানমারের সাধারণ নির্বাচনে বিশাল ব্যবধানে জয়লাভ করেছে নোবেলজয়ী অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। এখনো বিজয়ের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে এরই মধ্যে পরাজয় স্বীকার করে নিয়েছেন সেনাসমর্থিত ক্ষমতাসীন দল ইউএসডিপির (ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিজয়ের উৎসবের জন্য অনেক আগে থেকেই প্রস্তুত হয়ে রয়েছেন সু চির সমর্থকরা। আজ সকালে প্রাথমিক ফলাফলে অন্তত ৭০ শতাংশ ভোট পাওয়ার খবরের পর ইয়াঙ্গুনে সু চির দলের প্রধান কার্যালয়ের চারপাশে এখন উৎসবের আমেজ।
দেশটিতে গত রোববার অনুষ্ঠিত ভোটের ফলাফল এখনো ঘোষণা করা হয়নি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনো ভোট গণনা চলছে। তবে দেশের বিভিন্ন স্থান থেকে আসা তথ্যের ভিত্তিতে পরাজয় স্বীকার করে নিয়েছেন তাই উ। সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তাই উ বলেছেন, ‘আমরা এ পরাজয়ের কারণ খুঁজে বের করব।’
একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রে উত্তরণের পথে এ নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে। নিউইয়র্ক টাইমসের খবরে মিয়ানমারের সাধারণ নির্বাচনকে ঐতিহাসিক বলে আখ্যা দিয়ে বলা হয়েছে, গণতন্ত্রের অগ্রযাত্রায় শামিল হয়েছে মিয়ানমার।
রয়টার্স আরো জানায়, গত ২৫ বছরের মধ্যে দেশটিতে গতকাল সবচেয়ে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ‘পরিবর্তনের স্বপ্নে’ বিভোর দেশটির জনসাধারণ স্বতঃস্ফূর্ত ও উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন।