‘গো-হত্যাকারীদের ভারতে থাকার অধিকার নেই’
ভারতের উত্তরাখন্ড রাজ্যের মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত বলেছেন, ‘গো-হত্যাকারীরা ভারতের সবচেয়ে বড় শত্রু। তাদের ভারতে বসবাস করার অধিকার নেই।’
রাজ্যের হরিদ্বার শহরে গত মঙ্গলবার এক ধর্মীয় অনুষ্ঠানে হরিশ রাওয়াত এ কথা বলেন। তিনি বলেন, ‘যেকোনো ব্যক্তি, তিনি যে সম্প্রদায়েরই হোন না কেন, গরু হত্যা করলে তিনি ভারতের সবচেয়ে বড় শত্রু হিসেবে বিবেচিত হবেন এবং তার ভারতে বসবাস করার অধিকার নেই।’
কংগ্রেসের এই মুখ্যমন্ত্রী বলেন, ‘উত্তরাখন্ডে যে ব্যক্তি গরু হত্যা করবে, তাকে আইনিভাবে কঠোর শাস্তি দেওয়া হবে এবং গরু রক্ষায় রাজ্য সরকার প্রয়োজনীয় সবকিছু করবে।’ তিনি বলেন, ‘তাঁর সরকার গো-হত্যার বিরুদ্ধে একটি প্রস্তাবনা পাস করেছে। উত্তরাখন্ড একমাত্র রাজ্য, যেখানে গরু পালনে ছাউনির জন্য জমি দিচ্ছে এবং গরুর খাবার সংগ্রহে সহায়তা দিচ্ছে।’
গত মাসে বিজেপিশাসিত হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাত্তার বলেন, মুসলিমরা ভারতে থাকতে পারবে, কিন্তু তাঁদের গরুর মাংস খাওয়া ছাড়তে হবে। তাঁর এ মন্তব্য নিয়ে সমালোচনা শুরু হলে তিনি জানান, তাঁর মন্তব্যকে সংবাদ মাধ্যমে ভুল ব্যাখ্যা করা হয়েছে।
গত সেপ্টেম্বরের শেষের দিকে উত্তরপ্রদেশের দাদরি গ্রামে পরিবারের সদস্যদের নিয়ে গরুর মাংস খাওয়ার অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এর পর গত মাসের মাঝামাঝি সময়ে হিমাচল প্রদেশে গরু পাচারের অভিযোগে গণপিটুনিতে অন্য আরেক ব্যক্তি নিহত হন।