সামাজিকমাধ্যম বন্ধ থাকার কারণ দেশবাসী বুঝতে পারবেন
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, ‘বাংলাদেশে সাময়িকভাবে বেশ কিছু সামাজিক মাধ্যম বন্ধ থাকার বিষয়টি একসময় দেশবাসী সবাই বুঝতে পারবেন।’ আজ শুক্রবার কলকাতার বঙ্গবন্ধু শেখ মুজিব সরণিতে অবস্থিত বাংলাদেশ উপদূতাবাসে শুরু হওয়া তিনদিনব্যাপী এক আর্ট ক্যাম্পের উদ্বোধনে এসে এ কথা বলেন তিনি।
বাংলাদেশ এবং ভারতের বিখ্যাত চিত্রশিল্পীদের উপস্থিতিতে ভারতীয় সময় বিকেল ৪টার দিকে এই ক্যাম্পের উদ্বোধন হয়। অনুষ্ঠানের উদ্বোধনে উপস্থিত আসাদুজ্জামান নূর দুই বাংলার শিল্পীদের নিয়ে এই ধরনের অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন। মন্ত্রী বলেন, ‘দুই বাংলার, ভাষা, সংস্কৃতি, কৃষ্টি বিনিময়ের মাধ্যমে দুই বাংলা আরো কাছাকাছি আসবে।’
এ সময় সম্প্রতি বাংলাদেশে বিভিন্ন সামাজিক মাধ্যম বন্ধ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান নূর বলেন, ‘নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বেশ কিছু সামাজিক মাধ্যমগুলোকে বন্ধ রাখা হয়েছে। এই বিষয়ে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এরই মধ্যেই বিবৃতি দিয়ে সবার কাছে বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন। তবে বাংলাদেশে বেশ কিছু সামাজিক মাধ্যম সাময়িকভাবে বন্ধ থাকায় অনেকে হয়তো ক্ষুব্ধ হচ্ছেন, অনেকে আবার হয়তো দ্বিমতও পোষণ করছেন। তবে আমি মনে করি, সামাজিক মাধ্যমগুলো নিরাপত্তার কারণে যে বন্ধ রাখা হয়েছে, সেই ব্যাপারটা সবাই একসময় বুঝতে পারবেন।’
এ ছাড়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ড প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন, ‘তাঁদের ফাঁসি কবে হবে সেটা আমি বলতে পারব না। তাদের ব্যাপারে বিচার বিভাগীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিচার বিভাগীয় সিদ্ধান্ত অনুযায়ী কাজ হবে। এ ব্যাপারে আমি কিছুই বলতে পারি না।’
আর্ট ক্যাম্পে উপস্থিত খ্যাতনামা চিত্রশিল্পীদের মধ্যে ছিলেন মনিরুল ইসলাম, কালিদাস কর্মকার, রফিকুন নবী, আবদুল বারাক আলভি, মহম্মদ ইউনুস, গণেশ হালুই, যোগেন চৌধুরী, লালুপ্রসাদ সাউ, শরৎ রায়, ধীরাজ চৌধুরী প্রমুখ।