রাজনীতি ছাড়তে চেয়েছিলেন কেজরিওয়াল!
লোকসভা নির্বাচনে ভরাডুবির পর রাজনীতি থেকেই ইস্তফা দিতে চেয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল। গতকাল রোববার এ দাবি করেছেন দলের জ্যেষ্ঠ নেতা আশুতোষ।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, গত লোকসভা নির্বাচনে ভরাডুবির পর দলীয় কোন্দলে কোণঠাসা হয়ে পড়েন কেজরিওয়াল। এএপি ব্যক্তিসর্বস্ব দল বলেও অনেকে অভিযোগ করেন। এতে মনঃকষ্টে রাজনীতি ছাড়তে চেয়েছিলেন এএপির প্রধান। তবে দলের প্রতিষ্ঠাতা দুই সদস্য যোগেন্দ্র যাদব ও প্রশান্ত ভূষণ বুঝিয়ে কেজরিওয়ালকে ওই যাত্রায় থামান। ওই সময় ভূষণ ও প্রশান্ত কেজরিওয়ালকে আশ্বস্ত করেন, তাঁরা তাঁর নেতৃত্বে দলে কাজ করবেন।
আশুতোষ এমন মুহূর্তে এ কথাগুলো বললেন, যখন দলের রাজনীতিবিষয়ক কমিটি থেকে ভূষণ ও যাদবকে সরিয়ে দেওয়া হয়েছে। গত ৪ মার্চ পার্টির গুরুত্বপূর্ণ পদ থেকে তাদের সরিয়ে দেওয়া হয়।
নিজ বই ‘দ্যা ক্রাউন প্রিন্স, দ্যা গ্ল্যাডিয়েটর অ্যান্ড দ্যা হোপ’-এ আশুতোষ দাবি করেন, যোগেন্দ্র যাদব ও প্রশান্ত ভূষণ কেজরিওয়ালকে দলের প্রধান থেকে সরানোর পরিকল্পনা করেছিলেন। তাঁরা চেয়েছিলেন, এএপি দিল্লি নির্বাচনে হারুক। তবে দলীয় ব্যাপার হওয়ায় এএপি বিষয়টি জনসমক্ষে প্রকাশ করেনি।