আসামে বাংলাদেশ সীমান্তজুড়ে কাঁটাতারের বেড়া বসাচ্ছে ভারত
চলতি বছরের মধ্যেই ভারতের আসাম রাজ্যে বাংলাদেশের সঙ্গে সীমান্ত বরাবর কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। গতকাল রোববার আসামের দক্ষিণাঞ্চলের শহর করিমগঞ্জে বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
দি ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এসব কথা জানানো হয়েছে।
এই সীমান্তের যেসব স্থান অরক্ষিত ছিল, তার বেশির ভাগ জায়গায় এরই মধ্যে বেড়া বসানো হয়েছে জানিয়ে রাজনাথ সিং বলেন, ‘সীমান্তজুড়ে কাঁটাতারের বেড়া বসানোর কাজ এ বছরের মধ্যেই শেষ করা হবে। এ কাজের জন্য তহবিলের কোনো সমস্যা হবে না। উপরন্তু সীমান্তের যেসব এলাকা এখনো অরক্ষিত বা যেখানে ফাঁকা রয়েছে, সেখানেও শিগগিরই বেড়া বসানোর কাজ শুরু করা হবে।’
করিমগঞ্জ সীমান্ত পরিদর্শন শেষে আজ সোমবার রাজনাথ সিংয়ের পশ্চিম আসামের ধুবরি এলাকা পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।