আমির খান পাকিস্তানের চর, বিজেপি নেতার দাবি
আলোচিত বলিউড অভিনেতা আমির খানকে এবার পাকিস্তানের চর বলে দাবি করেছেন কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা সুব্রামনিয়াম স্বামী। তাঁর দাবি, আমির খান পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সঙ্গে যুক্ত। বিজেপির এই বর্ষীয়ান নেতা আরো দাবি করেন, ‘পিকে’ চলচ্চিত্রের প্রচারণাকালে আইএসআইয়ের সঙ্গে জোট বেঁধেছিলেন আমির।
আজ শনিবার ভারতীয় কয়েকটি গণমাধ্যমে প্রকাশ পাওয়ার পর ফের আমির খান ও বিজেপির অবস্থান নিয়ে আবার দেশজুড়ে নানা গুঞ্জন শুরু হয়েছে। ভারতে গো-মাংস নিয়ে বিজেপির অসহিষ্ণুতা নিয়ে মুখ খুলে এরই মধ্যে ক্ষমতাসীন দলটির রোষের মুখে পড়েছেন আমির। একের পর এক বিজেপি নেতাদের তোপের মুখে পড়তে হয়েছে বলিউডের জনপ্রিয় এই অভিনেতাকে। দেশপ্রেম নিয়ে বারবার নানা বিবৃতি দিয়ে নিজেকে সত্যিকারের একজন দেশপ্রেমিক হিসেবে তুলে ধরেন আমির।
সম্প্রতি ‘ইনক্রেডিবেল ইন্ডিয়া’র ব্র্যান্ড অ্যাম্বাসাডর পদ থেকে আমির খানকে সরিয়ে দেওয়া হয়েছে। এর পর থেকে অনেকটাই চুপচাপ ছিলেন তিনি। বিতর্কিত বিষয় থেকে কার্যত নিজেকে অনেকটাই গুটিয়ে নেন তিনি। কিন্তু এরপরও শেষরক্ষা হলো না। ফের বিতর্কে উঠে এলেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমের সূত্রমতে, বিজেপি নেতা সুব্রামনিয়াম স্বামী বলেছেন, “আমি আমিরের কোনো বক্তব্যকে গুরুত্ব দিতে চাই না। কারণ, আমি জানি, আমির আইএসআইয়ের সঙ্গে যুক্ত। এমনকি পিকে ছবির প্রমোশনের সময় পাকিস্তানি সামরিক গুপ্তচর সংস্থার সঙ্গে জোট বেঁধেছিলেন তিনি। সুব্রামনিয়াম স্বামী আরো অভিযোগ করেন, ‘পিকে’ ছবির প্রচারে দুবাইতে এআরওয়াই নামে একটি সংস্থা প্রচুর টাকা ঢেলেছিল। ওই সংস্থার সঙ্গে জঙ্গিগোষ্ঠীর যোগ রয়েছে বলেও দাবি করেন সুব্রামনিয়াম। নিজের দাবির সপক্ষে এআরওয়াই ডিজিটাল ফিচারসের একটি ছবি প্রকাশ করেন তিনি, যে ছবিতে ‘পিকে’ ছবির তারকাদের একসঙ্গে বসে থাকতে দেখা যায়।