হত্যা করে বইমেলায় আগমন থামানো যাবে না
মুক্তচিন্তার মানুষকে হত্যা করে বইমেলাতে মানুষের আগমন কখনও থামানো যাবে না বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। মঙ্গলবার ৪০তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় এ মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, ‘কোনোদিন ভয় দেখিয়ে বাঙালিকে থামিয়ে দেওয়া যায়নি, কখনও যাবেও না। একাত্তরে বাংলা ভাষার ওপর উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেও চাপিয়ে দিতে পারেনি।’
কলকাতা বইমেলায় দিনটিকে বাংলাদেশ দিবস হিসাবে পালন করা হলো। এদিন মেলা প্রাঙ্গণে এক সেমিনারে অংশ নিয়ে আসাদুজ্জামান নূর আরো বলেন, ‘আমি মনে করি, ভয় দেখিয়ে বাঙালিকে কখনও পদানত করা যায়নি, কখনও যাবে না। এটাই আমাদের শক্তি।’ এদিন তিনি ভারত-বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক মজবুত করার লক্ষে দুই পারের শিল্পীদের যাতায়াত বৃদ্ধি প্রয়োজন। সংস্কৃতি চর্চার আদান-প্রদান যত বেশি হবে তত দ্বিপক্ষীয় সম্পর্ক আরো সুদৃঢ় হবে।
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রসঙ্গ টেনে এনে সংস্কৃতিমন্ত্রী বলেন, ওই সফরের মধ্যে দিয়ে দুই দেশের সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। যে সমস্যা ছিল তার অনেকটাই মীমাংসা হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বাংলাদেশ সফরের উল্লেখ করে তিনি আরো বলেন, তাঁর সফরের পরই দুই দেশে সুবাতাস বইছে। সন্ত্রাসবাদ প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘ধর্মের নামে, রাজনীতির নামে এক সন্ত্রাসবাদ চলছে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কড়া বার্তা দিয়ে বলেছেন বাংলাদেশের সন্ত্রাসের কোনো স্থান নেই। এমনিক ধর্ম কিংবা রাজনীতির নামে যারা সন্ত্রাসকে প্রশ্রয় দেয় তাদেরও ছাড় দেওয়া হবে না।’
‘বাঙ্গালিয়ানা ও বৈশ্বকতা’ শীর্ষক সেমিনারে দুই বাংলার জনপ্রিয় সাহিত্যিক সমরেশ মজুমদার বলেন, ‘আমি ভারতের নাগরিক ঠিকই কিন্তু কলকাতা কিংবা পশ্চিমবঙ্গের লেখক নই, আমি বাংলা ভাষার লেখক।’
সমরেশ মজুমদার বলেন, ‘আমি বাংলা ভাষায় লিখি। যারা বাংলা ভাষায় কথা বলেন, আমি তাদের জন্য লিখি। বাঙালিয়ানা বলতে কোনো পরিস্কার ছবি আমার কাছ ফু্টে ওঠে না। ভাষা বিশাল একটা বাধা তৈরি করে। চট্টগ্রামের বাঙালিরা যে ভাষায় কথা বলেন, বরিশালে সে ভাষায় কথা বলেন না। আবার নোয়াখালীর বাঙালিরা যে ভাষায় কথা বলেন ঢাকায় সে ভাষায় কথা বলেন না। তাই এই সমস্ত বাঙালিকে একত্রিত করতে একটা বাংলা ভাষার দরকার হয়।’