সিরিয়ায় যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া-যুক্তরাষ্ট্র
সিরিয়ায় চার বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে বিরতি টানতে সম্মত হয়েছে রাশিয়া, যুক্তরাষ্ট্রসহ বিশ্বশক্তিগুলো।
জার্মানির মিউনিখে এক বৈঠকের পর স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এ কথা জানান।
আলজাজিরার খবরে বলা হয়, ওই বৈঠকে সুইজারল্যান্ডের জেনেভায় সরকার ও বিদ্রোহীদের মধ্যে কার্যকর সংলাপ শুরুর বিষয়ে আলোচনা হয়েছে। চলতি মাসের শেষের দিকে নতুন করে সংলাপ শুরু হতে পারে।
বৈঠক শেষে জন কেরি বলেন, বিশ্বশক্তিগুলো একটি পরিকল্পনা বাস্তবায়নে সম্মত হয়েছে, যাতে করে ‘সিরিয়ার লোকজনের দৈনন্দিন জীবনযাপনে পরিবর্তন আসতে পারে’।
‘আজ মিউনিখে আমরা মানবিক পরিস্থিতির উন্নয়ন ও যুদ্ধ বন্ধের বিষয়ে অগ্রসর হয়েছি’, বলেন কেরি।
‘এখন থেকে এক সপ্তাহের মধ্যে দেশব্যাপী (সিরিয়া) যুদ্ধ বন্ধে সম্মত হয়েছি আমরা’, যোগ করেন কেরি।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা (যুদ্ধবিরতি) দায়েশ (ইসলামিক স্টেট) ও আল নুসরা (আল নুসরা ফ্রন্ট) বাদে যেকোনো পক্ষের ক্ষেত্রে কার্যকর হবে।’
বৈঠকে উপস্থিত ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড বলেন, সিরিয়ায় বিদ্রোহীদের দমনে সরকারের সমর্থনে রাশিয়ার বিমান হামলা বন্ধ না হলে যুদ্ধ বন্ধ হবে না।