মনোনয়নের দৌড়ে এগিয়ে ট্রাম্প-হিলারি
প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে গেছেন রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক পার্টির হিলারি ক্লিনটন।
স্থানীয় সময় শনিবার প্রার্থী বাছাইয়ের লড়াইয়ে (ককাস) এ দুজনই জয়ী হয়েছেন।
রয়টার্সের খবরে বলা হয়, সাউথ ক্যারোলাইনা (এসসি) অঙ্গরাজ্যের ককাসে জয়ী হয়েছেন ট্রাম্প। আর নেভাডায় জয়ী হয়ে হয়েছেন হিলারি ক্লিনটন।
এসসির লড়াইয়ে হেরে যাওয়ার পর রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ও ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। নেভাডায় শক্ত প্রতিদ্বন্দ্বিতার পর হিলারির কাছে হেরে যান বার্নি স্যান্ডার্স।
ওই দুই অঙ্গরাজ্যে জয়ের মধ্য দিয়ে চলতি বছরের ৮ নভেম্বর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী হওয়ার সম্ভাবনা বেড়ে গেল ট্রাম্প ও হিলারির।
শনিবারের ককাসে রিপাবলিকান প্রার্থীদের মধ্যে চতুর্থ স্থানে ছিলেন জেব বুশ। এর পর পরই তিনি প্রতিযোগিতা থেকে সরে আসার ঘোষণা দেন। এর মধ্য দিয়ে বাবা জর্জ হার্বার্ট ওয়াকার বুশ এবং ভাই জর্জ ওয়াকার বুশের পর প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন অধরাই থাকল জেব বুশের।
যুক্তরাষ্ট্রের কলাম্বিয়ায় দেওয়া ঘোষণায় আবেগাপ্লুত বুশ বলেন, ‘আইওয়া, নিউ হ্যাম্পশায়ার ও সাউথ ক্যারোলাইনার মানুষ রায় দিয়েছেন। আমি তাঁদের সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাই।’