উত্তর কোরিয়ার সেনাবাহিনীকে পরমাণু অস্ত্র ব্যবহারে প্রস্তুতির নির্দেশ
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির সেনাবাহিনীকে যেকোনো সময় পরমাণু অস্ত্র ব্যবহারের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। শত্রুদের ক্রমবর্ধমান হুমকির পরিপ্রেক্ষিতে এমন নির্দেশ দেওয়া হয়েছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ আজ শুক্রবার এ তথ্য জানিয়েছে।
কেসিএনএর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সামরিক বাহিনীর কুচকাওয়াজ ও নতুন তৈরি একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপণ ব্যবস্থার উদ্বোধনকালে কিম জং উন পারমাণবিক অস্ত্র ব্যবহারে প্রস্তুতির নির্দেশ দেন। তবে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ওই কুচকাওয়াজ অনুষ্ঠানের কোনো সময় উল্লেখ করেনি। তবে সংস্থাটি জানিয়েছে, নতুন ক্ষেপণাস্ত্র নিক্ষেপণ ব্যবস্থা দক্ষিণ কোরিয়ায় হামলা চালাতে সক্ষম।
কেসিএনএ জানিয়েছে, উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্রের সংখ্যা ও গুণগত মান বাড়ানোর নির্দেশ দিয়েছেন কিম জং উন। আর এসব পরমাণু অস্ত্র ব্যবহারের উপযোগী করে রাখা হবে। যেকোনো সময় শত্রুর ওপর হামলার প্রস্তুতি রাখবে উত্তর কোরিয়া। কিম তাঁর বক্তব্যে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন পদক্ষেপের নিন্দা জানান।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, উত্তর কোরিয়ার কর্মকর্তাদের বরাত দিয়ে কেসিএনএ প্রকাশিত সংবাদের পর দেশটিকে নিয়ে উত্তেজনা আরো বাড়বে। এর আগে পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানোর পরিপ্রেক্ষিতে গত বুধবার থেকে দেশটির ওপর কড়া নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ। আগেও দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের ওপর হামলা করার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া।
অনেক অস্ত্র বিশেষজ্ঞের মতে, দূরপাল্লার ক্ষেপণাস্ত্রে পরমাণু অস্ত্র ব্যবহারে উত্তর কোরিয়ার সক্ষমতা নিয়ে তাঁদের সন্দেহ আছে। এমন ক্ষেপণাস্ত্রে ছোট আকৃতির পারমাণবিক বোমা যোগ করতে হয়।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গত বৃহস্পতিবার রয়টার্সকে জানায়, উত্তর কোরিয়া সমুদ্রতীর থেকে মাত্র ১৫০ কিলোমিটার দূরে বিভিন্ন প্রকল্পের কাজ শুরু করেছে, যা জাতিসংঘের নিষেধাজ্ঞার পরিপন্থী।