মেসি-রোনালদোকে নিয়ে বিতর্কে বন্ধুকে হত্যা!
কে সেরা ফুটবলার—ক্রিস্টিয়ানো রোনালদো, নাকি লিওনেল মেসি? এ নিয়ে বিতর্কে নাইজেরিয়ার এক তরুণকে খুন করেছেন তাঁরই বন্ধু। ঘটনাটি ভারতের মুম্বাইয়ের উপকণ্ঠ পূর্ব নালাসোপারা এলাকার।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, নিহত তরুণের নাম ওবিনা দুরুমচুকু। তিনি শনিবার তাঁর ৩৪তম জন্মদিন উদযাপন করছিলেন। ভাড়া করা ফ্ল্যাটে জন্মদিন উদযাপনে যোগ দেন তাঁর স্বদেশি মাইকেল চুকুমা (২২)। রোববার সকাল ৯টা পর্যন্ত আনন্দফুর্তি করেন। শেষ পর্যায়ে তাঁরা ফ্ল্যাটের ব্যালকনিতে ফুটবল খেলা শুরু করেন। এ সময় দুজনই মদ্যপ ছিলেন।
খেলার সময় দুজনই তর্কে জুড়ে দেন, রোনালদো নাকি মেসি সেরা। এ সময় ওবিনা একটি মদের বোতল তুলে ছুড়ে মারেন মাইকেলকে লক্ষ্য করে। বোতলটি দেয়ালে লেগে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এর পর মাইকেল বোতলের একটি টুকরো তুলে ওবিনার গলা কেটে দেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। প্রতিবেশী চিৎকার শুনে পুলিশকে ফোন দেয়। এরই মধ্যে মাইকেল চতুর্থ তলায় চলে যান। এখান থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, ওবিনা ও মাইকেল দুজনের পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে। তাঁরা অবৈধভাবে ভারতে বাস করছিলেন। গত ২৪ জানুয়ারি ওবিনার ও রোববার মাইকেলের পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে। সোমবার স্থানীয় আদালতে তাঁদের তোলা হবে।