সংখ্যালঘুর ওপর হামলায় যুক্তরাষ্ট্রের উদ্বেগ
বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জন কিরবি গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে এক প্রেস ব্রিফিংয়ে এ উদ্বেগ প্রকাশ করেছেন।
কিরবি বলেন, ‘এ ধরনের সহিংসতায় তারা (সংখ্যালঘু) খুবই বিপদের মধ্যে রয়েছে। সহিংসতার জন্য আমরা খুবই উদ্বিগ্ন। এর জন্য আমরা খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছি।’
হিন্দু, খ্রিস্টান এবং সমকামী, উভগামী, লিঙ্গ পরিবর্তনকারী (এলজিবিটি) ও অন্যদের বিরুদ্ধে হামলা বন্ধে বাংলাদেশ কী ধরনের সহযোগিতা চাইছে অথবা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে? এমন প্রশ্নের জবাবে কিরবি এসব কথা বলেন। তিনি বলেন, ‘দেখে মনে হচ্ছে, এ হামলাগুলো কোনো একটি ছোট সন্ত্রাসী গোষ্ঠী ঘটাচ্ছে, যারা স্বাধীন চিন্তা দমন করতে চায়। যেসব ব্যক্তি তাদের মতের বিরোধিতা করে, তাদের ওপরই তারা নৃশংস হামলা চালাচ্ছে।’
কিরবি বলেন, ‘আমরা নিশ্চিত, এ হামলাগুলো বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের দৃষ্টিভঙ্গিকে প্রতিনিধিত্ব করে না এবং বেশির ভাগ মানুষ এ হামলার ঘটনাগুলোকে জঘন্য বলে প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশের বিভিন্ন ধরনের মূল্যবোধের একটি বহুবাদী সমাজের গৌরবোজ্জ্বল ঐতিহ্য রয়েছে, মুক্তচিন্তা বিনিময়কে স্বাগত জানানো হয়। এই মূল্যবোধই সহিংস চরমপন্থীদের আঘাত করে।’
সম্প্রতি বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বৌদ্ধভিক্ষু, ব্লগার-লেখকদের কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।