ফিদেল কাস্ত্রোর দেখা মিলল
কিউবার সাবেক প্রেসিডেন্ট বিপ্লবী ফিদেল কাস্ত্রো দীর্ঘ ১৪ মাস পর জনসমক্ষে এলেন। দেরিতে হলেও এই নীরবতা ভাঙলেন তিনি। কিউবার একটি স্কুলে সংহতি মিশনে আসা ভেনেজুয়েলার প্রতিনিধিদলের সঙ্গে দেখা করেছেন তিনি।
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, ৮৮ বছর বয়সী বিপ্লবী এই নেতা এখনো প্রাণশক্তিতে ভরপুর।
রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, একটি গাড়িতে বসে ভেনেজুয়েলার প্রতিনিধিদের সঙ্গে করমর্দন করছেন কাস্ত্রো। তাঁর পরনে একটি বেসবল ক্যাপ ও জার্সি।
সোভিয়েত ইউনিয়ন পতনের পর থেকে ভেনেজুয়েলার ঘনিষ্ঠ মিত্র কিউবা। ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট হুগো শাভেজের অন্তরঙ্গ বন্ধু ছিলেন কাস্ত্রো। শাভেজ কিউবাকে কম মূল্যে তেল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রতিদান হিসেবে মিত্রদের পরামর্শক, চিকিৎসক ও শিক্ষক সরবরাহ করতেন।
২০১৪ সালের জানুয়ারিতে কিউবার শিল্পী অ্যালেক্সিস লেইভার উদ্যোগে হাভানা সংস্কৃতি কেন্দ্র উদ্বোধনের সময় জনসমক্ষে এসেছিলেন কাস্ত্রো। অসুস্থতার কারণে ২০০৬ সালে অবসর নেন কাস্ত্রো। ২০০৮ সালে ছোট ভাই রাউল কাস্ত্রোর (৮৩) হাতে ক্ষমতা দিয়ে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন তিনি। বর্তমানে কাস্ত্রো স্থানীয় একটি সংবাদপত্রে কদাচিৎ কলাম লেখেন।