গুলশান হামলার ঘটনায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর নিন্দা
রাজধানীর গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক।
স্থানীয় সময় শনিবার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে হামলার বিষয়ে অনুভূতি প্রকাশ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
নাজিব রাজাক বলেন, ‘এই ভোরে সন্ত্রাসীরা এবার আরেকটি শহর, ঢাকায় মানুষের মনে ভীতি সঞ্চার করেছে। এটি আবারও সন্ত্রাসের বিরুদ্ধে বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার স্পষ্ট আহ্বান। আমরা এ ধরনের চরমপন্থীদের সফল হতে দিতে পারি না।’
‘বর্তমানে সন্ত্রাসের কোনো দেশ, সীমা নেই। এটি সমাজ ও নিরীহ মানুষের জীবনে কেবল দাঙ্গাহাঙ্গামা ও বিপর্যয় বয়ে আনে। তাই আমি বিশ্বের বিভিন্ন প্রান্তের সরকারের প্রতি আহ্বান জানাব যে, প্রতিটি তথ্য গোয়েন্দা সংস্থাগুলোর কাছে দেওয়া উচিত।’
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘এ ধরনের ঘৃণ্য কাজের দায় হয়তো স্বীকার করতে পারে কোনো গোষ্ঠী। কিন্তু প্রকৃত মুসলমানের কাছে পবিত্র রমজানের মাসে এটা ভয়াবহ অন্যায়।’
গত শুক্রবার রাতে গুলশানের রেস্তোরাঁয় হামলা চালায় বন্দুকধারীরা। এ হামলায় বন্দুকধারী সন্ত্রাসীদের হাতে ২০ নিরীহ বেসামরিক মানুষ ও দুই পুলিশ কর্মকর্তা নিহত হন। পরদিন শনিবার সকালে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে ছয় সন্ত্রাসী নিহত হয়। জীবিত উদ্ধার করা হয় ১৩ জনকে। আটক করা হয় সন্দেহভাজন এক জঙ্গিকে।