আপাতত ভারতে ফিরছেন না জাকির নায়েক!
‘জিজ্ঞাসাবাদ এড়াতে’ আপাতত ভারতে ফিরছেন না ধর্মবিষয়ক বক্তা জাকির নায়েক। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সৌদি আরব থেকে আজ সোমবার সকালে তাঁর ভারতে আসার কথা ছিল। গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানিয়েছিলেন মঙ্গলবার সকালে তিনি মুম্বাইতে এক সংবাদ সম্মেলন করবেন।
কিন্তু তাঁর পরিবার এবং মুম্বাইয়ের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আপাতত সৌদি আরব থেকে ফিরছেন না জাকির নায়েক। বিমানের টিকেট বাতিল করেছেন এ ধর্মবিষয়ক বক্তা।
এ ছাড়া জাকির নায়েকের আপাতত দেশে না ফেরার খবর নিশ্চিত করেছেন তাঁর মুখপাত্র এবং ইসলামিক রিচার্স ফাউন্ডেশন (আইআরএফ) ট্রাস্টি বোর্ডের সদস্য তানভীর শেখও। এক টুইটবার্তায় তিনি জানান, পবিত্র উমরাহ পালনে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন জাকির নায়েক। সোমবার তাঁর মুম্বাইয়ে ফেরার কথা থাকলেও তিনি আপাতত ফিরছেন না। তবে স্ট্যাটাসে জাকির নায়েকের যাত্রা বাতিলের কোনো ব্যাখ্যা দেননি তানভীর শেখ। তবে এক কমেন্টের জবাবে তানভীর শেখ জানান, সৌদি আরব থেকে ভিডিও করফারেন্সের মাধ্যমে নিজের অবস্থান ব্যাখ্যা করতে পারেন জাকির নায়েক।
এদিকে জাকির নায়েকের দেশে না ফেরার খবরের মন্তব্যে মুম্বাই পুলিশের উপকমিশনার প্রবীণ সরখেল জানান, দেশে ফিরলে সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত থাকার যে অভিযোগ তাঁর বিরুদ্ধে উঠেছে, সেই বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতো। পুলিশি জিজ্ঞাসাবাদ এড়াতেই হয়তো তিনি ভারতে আসা বাতিল করেছেন বলে এই পুলিশ কর্মকর্তা অনুমান করেছেন বলে জানান।
প্রবীণ সরখেল আরো জানান, জাকির নায়েক না ফিরলেও তাঁর বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে। এ ছাড়া জাকির নায়েকের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর কড়া নজরদারি রাখছে পুলিশ।
গত ১ জুলাই ঢাকার গুলশানে হামলাকারী জঙ্গিরা জাকির নায়েকের বক্তৃতা শুনেই অনুপ্রাণিত হয়েছিলেন, এ তথ্য সামনে আসার পরই এই ধর্মবিষয়ক বক্তাকে কেন্দ্র করে শুরু হয় বিতর্ক। ঢাকায় নিহত দুই সন্ত্রাসী হচ্ছে রোহান ইমতিয়াজ ও নিব্রাস ইসলাম। দুজনেই জাকির নায়েককে অনুসরণ করতেন বলে সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।
এদিকে জাকির নায়েক ভারতে ফেরা স্থগিত করেছেন জানতে পেরে কংগ্রেসের মুখপাত্র টম বদ্দাকাম জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার এই বিষয়ে পদক্ষেপ নিতে অনেক দেরি করে ফেলেছে। সরকারের উচিত তাদের কাছে এখনো পর্যন্ত যা যা তথ্য আছে, তা সাধারণ মানুষকে জানিয়ে দেওয়া।
এর আগে জাকির নায়েক ভারতে আসামাত্র তাঁকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে শিবসেনা। পাশাপাশি ভারতে পিস টিভির সম্প্রচার নিষিদ্ধ করারও দাবি জানিয়েছে উগ্রপন্থী এই সংগঠন।
জাকির নায়েকের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে মুম্বাই পুলিশকে নির্দেশ দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর প্রতিষ্ঠিত মুম্বাইভিত্তিক ইসলামিক রিচার্স ফাউন্ডেশন (আইআরএফ) কার্যালয় ঘেরাও করে পুলিশ।
ওই কার্যালয়ে অভিযান চালিয়ে বেশ কিছু অডিও-ভিডিও সিডি জব্দের পাশাপাশি ধর্ম বিষয়ে জাকির নায়েকের প্রকাশিত বেশ কিছু বইও জব্দ করা হয়।