‘কখনো কোনো জঙ্গিকে উৎসাহিত করিনি’
ইসলামবিষয়ক বক্তা জাকির নায়েক দাবি করেছেন, কখনো কোনো জঙ্গিকে তিনি উৎসাহিত করেননি।
আজ শুক্রবার ভারতের মুম্বাইয়ে স্কাইপের মাধ্যমে করা এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন জাকির নায়েক। তিনি বলেন, ‘আমি ২৫ বছর ধরে ভাষণ দিচ্ছি, কিন্তু সেই ভাষণে কোনোদিন সন্ত্রাসবাদীকে উৎসাহিত করিনি।’
নিজেকে শান্তির দূত দাবি করে ইসলামবিষয়ক এ বক্তা বলেন, ‘আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে এবং আমার বক্তব্যকে বিকৃত করা হয়েছে।’
আত্মঘাতী হামলা প্রসঙ্গে জাকির নায়েক বলেন, ‘এমন হামলা চালিয়ে নিরীহ মানুষদের হত্যা করা ইসলামবিরোধী। তবে যুদ্ধের সময় নিজের দেশকে রক্ষা করার জন্য আত্মঘাতী হামলা কৌশল হিসেবে ব্যবহার করা যেতে পারে।’
উদাহরণ হিসেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আত্মঘাতী হামলার কথা উল্লেখ করেন জাকির নায়েক, যা যুদ্ধের রণকৌশল ছিল বলেই মনে করেন তিনি।
কখনো গুলশানে হামলাকারীদের কারো সঙ্গে দেখা হয়েছে কি না - জানতে চাইলে জাকির নায়েক বলেন, ‘আমি জ্ঞাতসারে কখনোই কোনো জঙ্গির সঙ্গে দেখা করিনি। তবে যদি কোনো লোক আমার পাশে দাঁড়িয়ে আমার সঙ্গে ছবি তুলতে চায়, আমি কেবল হাসি উপহার দেই। আমি জানি না তারা কে? আমি প্রতি মাসে হাজারো লোকের সঙ্গে দেখা করি।’
জাকের নায়েক তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগের তদন্তে সরকারি সংস্থাগুলোকে সহযোগিতা করার জন্য তৈরি আছেন বলে সংবাদ সম্মেলনে জানান।
ফ্রান্সে যে জঙ্গি হামলা হয়েছে তা হওয়া উচিত নয় জানিয়ে জাকের নায়েক বলেন, ‘আমি এই হামলার তীব্র নিন্দা জানাই। বাংলাদেশে ঢাকায় হামলাকারীদের আমি কোনোভাবেই মদদ দেইনি। কিছু সংবাদমাধ্যম আমার মিথ্যে নাম জড়িয়েছে। ইসলাম আত্মঘাতী হামলার অনুমতি দেয় না। ইসলামে এই ধরনের আত্মঘাতী হামলা হারাম।’