নির্বাচনী প্রচারে সহিংসতায় যুক্তরাষ্ট্রের নিন্দা, বিচারের আহ্বান
বাংলাদেশে নির্বাচনী প্রচারে চালানো সহিংসতার ঘটনায় নিন্দা প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। গতকাল মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান দপ্তরের ভারপ্রাপ্ত মুখপাত্র মেরি হার্ফ। তিনি বলেছেন, ‘নির্বাচনী প্রচার চলাকালে স্বাধীনভাবে মত প্রকাশ ও সমাবেশ করতে দেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র । এবং যারা আইন অমান্য করে, তাদের বিচারের আওতায় আনারও আহ্বান জানাই।’
গতকাল বাংলাদেশের মার্কিন দূতাবাসও এক বিবৃতিতে একই মত প্রকাশ করেছিল।
প্রেস ব্রিফিংয়ে অংশ নিয়ে এক সাংবাদিক মেরি হার্ফের কাছে জানতে চান, বিরোধী নেত্রীর ওপর হামলা ও সহিংসতা সম্পর্কে প্রতিবেদনগুলো হার্ফ দেখেছেন কি না?
এ প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, ‘আমি মনে করি, এ ব্যাপারে বাংলাদেশের যুক্তরাষ্ট্র দূতাবাস বিবৃতি দিয়েছে। তবে আপনার জন্য আমি এটার সারকথা বলতে পারি, সেটা হলো : সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে যে রাজনৈতিক সহিংসতা হয়েছে, সে বিষয়ে আমরা দুঃখ প্রকাশ করেছি।’ তিনি বলেন, ‘এটাই হলো এ বিষয়ে আমাদের মূল বিবৃতি : রাজনৈতিক কারণে সহিংসতার ব্যবহারকে আমরা কঠোরভাবে নিন্দা করি। সিটি করপোরেশন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত করতে এই নির্বাচনের সঙ্গে যারা জড়িত, তাদের সবার প্রতি আহ্বান জানাই।’
এর পর ওই সাংবাদিক জানতে চান, ‘আপনি কি মনে করেন, বর্তমান সরকার অনুভূতিহীন বা বিরোধী দলের নেতাকে রক্ষা করতে অক্ষম?’
এর পরিপ্রেক্ষিতে মুখপাত্র বলেন, ‘আমি মনে করি, এ বিষয়ে যা বলার তা আমি এরই মধ্যে বলেছি। আমার কাছে আপনাকে বলার জন্য এর চেয়ে বেশি কিছু নেই।’