হিলারি ক্লিনটন সুস্থ ও প্রস্তুত : চিকিৎসক
হিলারি ক্লিনটন সুস্থ আছেন এবং মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন তাঁর চিকিৎসকরা।
হিলারির নির্বাচনী প্রচারের পক্ষ থেকে একটি বিবৃতিতে সর্বশেষ এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ডেমোক্রেটিক দল থেকে মনোনীত প্রেসিডেন্ট পদপ্রার্থীর নিউমোনিয়া শনাক্ত করার পর তাঁর উন্নতি হচ্ছে।
এদিকে, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দল থেকে মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পও তাঁর স্বাস্থ্যবিষয়ক তথ্য প্রকাশ করেছেন।
হিলারি ক্লিনটনের সহকারীরা জানিয়েছেন, বৃহস্পতিবার তিনি নির্বাচনী প্রচারে ফিরবেন।
হোয়াইট হাউসে যাওয়ার দৌড়ে হিলারি ও ট্রাম্প দুজনই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রার্থী। স্বাস্থ্যবিষয়ক তথ্য প্রকাশের ব্যাপারে চাপ রয়েছে তাঁদের ওপর।
গত ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে হামলায় নিহতদের স্মরণ অনুষ্ঠানে হিলারি অসুস্থ হয়ে পড়লে মার্কিন নির্বাচনে স্বাস্থ্য বিষয়টি রাজনৈতিক পরিমণ্ডলে জায়গা করে নেয়।
গত বুধবার হিলারির প্রচারণা দল থেকে বলা হচ্ছে, পুরো স্বাস্থ্যের পরীক্ষা করে তাঁর চিকিৎসক সব স্বাভাবিক পেয়েছেন এবং তিনি মানসিকভাবে অত্যন্ত সুস্থ আছেন।
চিকিৎসক ডা. লিসা বারডাক বলেন, ‘অ্যান্টিবায়োটিকস ও বিশ্রামের মাধ্যমে তিনি (ক্লিনটন) সেরে উঠছেন।’ গত শুক্রবার তাঁর বুকের একটি স্ক্যান করা হয়েছে। এতে দেখা যায়, হালকা, অসংক্রামক ব্যাকটেরিয়ার নিউমোনিয়া হয়েছে।