স্থলসীমান্ত বিলে ত্রুটি, আবার পাস করতে হবে
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু করণিক ত্রুটির কারণে স্থলসীমান্ত চুক্তিটি রাজ্যসভায় আবার উত্থাপন করতে হবে। এমনকি এই ভুল চোখ এড়িয়ে গিয়েছিল আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগেরও। আর এ কারণে আগামীকাল সোমবার বিলটি আবারও উঠছে রাজ্যসভায়।
রাজ্যসভার চেয়ারপারসন ও ভারতের উপরাষ্ট্রপতি হামিদ আনসারি এ ঘটনায় প্রচণ্ড অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এই কাজ রাজ্যসভার সচিবালয়ের না হলেও বিল উত্থাপনের আগে তা পুঙ্খানুপুঙ্খ যাচাই করে নেওয়া উচিত ছিল। এরপর থেকে আরো সতর্কতার সঙ্গে কাজ করারও আহ্বান জানিয়েছেন তিনি।
সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) ক্ষমতায় থাকাকালীন ২০১৩ সালের ডিসেম্বর মাসে যখন স্থল সীমান্ত চুক্তি ব্যাখ্যা করা হয় তখন তাকে বলা হয় সংবিধানের ১১৯ তম সংশোধনী। কিন্তু বর্তমান ক্ষমতাসীন জাতীয় গণতান্ত্রিক মোর্চা যখন একই বিল আনে তখন এটিকে বলা হয় সংবিধানের ১০০তম সংশোধনী।
রাজ্যসভার এক কর্মকর্তার বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, নতুন যে বিলটি রাজ্যসভা ও লোকসভায় পাস হয়েছে সেই বিলটির শিরোনামে ১০০তম সংবিধান সংশোধনী লেখা হয়েছে। তবে ভেতরে আবার অনেক স্থানেই লেখা আছে ১১৯ তম সংশোধনীর কথা। পরে লোকসভা এই ভুল ধরতে পারে এবং সংশোধনের নির্দেশ দেয়। খসড়া অনুমোদনে তড়িঘড়ি করার কারণে এই ভুল হয়েছে বলেও জানা গেছে।
রাজ্যসভার সূত্রটি আরো জানিয়েছে, এই বিল রাজ্যসভায় আবারও উত্থাপন করতে হবে এবং যেহেতু এটি সংবিধান সংশোধনের বিষয় তাই আবারও নতুন করে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। যতক্ষণ পর্যন্ত সব দল এতে সমর্থন জানাবে ততক্ষণ পর্যন্ত এটি নিয়ে আলোচনা হবে না। কিন্তু সংসদ সদস্যরা এর প্রতিবাদ জানাবেন বলেও জানায় রাজ্যসভায় ওই সূত্রটি।
বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন সিপিএমের সাধারণ সম্পাদক ও রাজ্যসভার নেতা সীতারাম ইয়েচুরি। তিনি বলেন, ‘সংখ্যা নিয়ে এই সমস্যার কথা যখন বিলটি উত্থাপিত হয় তখনই আমি বলেছিলাম। নতুন করে বিল উত্থাপন করাটা হবে শুধু রাজ্যসভার মূল্যবান সময় নষ্ট, আর কিছু না।’