ঘ্যানঘ্যানানি বন্ধ করুন, ট্রাম্পকে ওবামা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ঘ্যানঘ্যানানি বন্ধের আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা।
স্থানীয় সময় মঙ্গলবার প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউসের রোজ গার্ডেনে এক সংবাদ সম্মেলনে ট্রাম্পের প্রতি এ আহ্বান জানান ওবামা।
হিলারিকে জেতাতে আগামী ৮ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে কারচুপি হবে বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের গত সোমবারের এ মন্তব্যের পরিপ্রেক্ষিতে ওবামা উল্লিখিত কথা বলেন।
ওবামা বলেন, নির্বাচনের আগেই কারচুপির অভিযোগ এনেছেন ট্রাম্প, যা যেকোনো প্রেসিডেন্ট প্রার্থীর ক্ষেত্রে নজিরবিহীন।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি ট্রাম্পের ‘তোষামোদি’র বিষয়টিও নজিরবিহীন।
সম্প্রতি ট্রাম্পের বিরুদ্ধে নারীদের যৌন হেনস্তার বেশ কয়েকটি অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন জরিপে তাঁর সমর্থনও কমেছে উল্লেখযোগ্য হারে। এমন বাস্তবতায় ব্যবসায়ী থেকে রাজনীতিক বনে যাওয়া ট্রাম্প দাবি করেন, প্রেসিডেন্ট নির্বাচনে ‘সন্দেহতাতীতভাবে কারচুপি’ হবে।
সংবাদ সম্মেলনে ট্রাম্পের ওই মন্তব্যের জবাব দিয়েছেন ওবামা। যুক্তরাষ্ট্র সফররত ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজির পাশে থাকা ওবামা বলেন, ট্রাম্পের এই পূর্বাভাসের ‘কোনো ভিত্তি নেই’।
ওবামা আরো বলেন, ‘ঘ্যানঘ্যানানি বন্ধ করতে আমি ট্রাম্পকে উপদেশ দেব। একই সঙ্গে পরামর্শ দেব, ভোট পেতে নিজের জায়গাগুলো তুলে ধরতে।’