নারীদের নিয়ে বাবার বক্তব্য আপত্তিকর, ট্রাম্পের মেয়ে ইভাংকা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য স্পষ্টভাবেই অনুপযুক্ত ও আপত্তিকর বলে মন্তব্য করেছেন তাঁর মেয়ে ইভাংকা ট্রাম্প।
গত সোমবার ফাস্ট কোম্পানির সাময়িকীর কাছে পাঠানো বিবৃতিতে ট্রাম্পের বড় মেয়ে ইভাংকা বলেন, ‘স্পষ্টভাবেই আমার বাবার মন্তব্য অনুপযুক্ত ও আপত্তিকর এবং আমার ভালো লেগেছে যে, বাবা এটা স্বীকার করেছেন। তিনি সঙ্গে সঙ্গে পরিবার ও আমেরিকার জনগণের কাছে ক্ষমা চেয়েছেন।’
ইভাংকা বলেন, ‘আমার কাছে সবচেয়ে স্বস্তির বিষয় হচ্ছে আমি আমার বাবাকে জানি। আর যাঁরা তাঁর সম্পর্কে লেখালেখি করছেন, তাঁরা জানেন না। এ কারণে তাঁর সম্পর্কে যে লেখালেখি হয়, সেগুলো যে ভুল, তা বোঝার সামর্থ্য আমার আছে।’
বাবাকে রক্ষা করার চেষ্টা করছেন, এমন অভিযোগের ব্যাপারে ইভাংকা বলেন, তাঁর বাবা সমান অপরাধী, যিনি বিগত বছরগুলোতে পুরুষদের সম্পর্কেও বাজে কথা বলেছেন।
ভবিষ্যতে ট্রাম্প প্রশাসনে কাজ করতে চান কি না জানতে চাইলে ইভাংকা বলেন, সরকারের অংশ হওয়ার ব্যাপারে তাঁর কোনো ইচ্ছা নেই।
সম্প্রতি ২০০৫ সালের একটি ভিডিওচিত্র ফাঁস হয়। এতে দেখা যায়, রিপাবলিকান দল থেকে মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নারীদের নিয়ে অবমাননাকর ও অশ্লীল ভাষায় কথা বলেছেন।
এ ছাড়া ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন ক্রিস্টিন অ্যান্ডারসন, সামার জেরভস, সাবেক মিস ইউনিভার্স অ্যালিসিয়া মাচাদো, মিস অ্যারিজোনা টাশা ডিক্সন, জেসিকা লিডসসহ বেশ কিছু নারী।
এদিকে, নির্বাচনপূর্ব বিভিন্ন জরিপে ট্রাম্প তাঁর প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের থেকে বেশ কিছু পয়েন্ট ব্যবধানে পিছিয়ে আছেন। রিপাবলিকান দলের জ্যেষ্ঠ অনেক নেতা তাঁর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছেন।