আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিতে ঢাকায় পশ্চিমবঙ্গের নেতারা
বাংলা ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বের অটুট বন্ধন আগামী দিনে যাতে আরো মজবুত হয়, সেই লক্ষ্য নিয়ে আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের রাজধানী ঢাকায় পৌঁছেছেন পশ্চিমবঙ্গের নেতারা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূত হিসেবে শুক্রবার সন্ধ্যায় ঢাকায় যান পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
শুক্রবার সন্ধ্যায় কলকাতার দমদমে নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের বিমানে ওঠার আগে তিনি বলেন, ‘এই সফরে বাংলাদেশের আওয়ামী লীগের সম্মেলনে যোগ দেওয়া ছাড়াও ঢাকায় রামকৃষ্ণ মিশনে যাওয়ার কথা রয়েছে আমার।’ মূলত দুই দেশের মধ্যে সম্প্রীতির বার্তা নিয়ে এই সফর বলেও জানান পার্থ চট্টোপাধ্যায়।
পার্থ চট্টোপাধ্যায় আরো বলেন, ‘মমতার বার্তা ও শুভেচ্ছা সঙ্গে নিয়ে আমি বাংলাদেশ যাচ্ছি। ওপার বাংলার ভাইদের জানাই আমার তরফে উৎসবের শুভেচ্ছা।’
বাংলাদেশের আওয়ামী লীগের সম্মেলনে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের তরফে পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও সিপিএম, কংগ্রেস ও বিজেপি থেকেও প্রতিনিধিরা অংশ নিতে ঢাকা যাচ্ছেন। সিপিএমের তরফে বিমান বসু শুক্রবার সকালেই ঢাকার উদ্দেশে রওনা দেন বলে দলীয় সূত্রে জানা গেছে। বিজেপির তরফে বিজেপি নেত্রী তথা অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায় এবং কংগ্রেসের তরফে সাংসদ প্রদীপ ভট্টাচার্য এবং সাংসদ মৌসম বেনজির নুরের যাওয়ার কথা রয়েছে।