হিলারি ক্লিনটনের পরিকল্পনায় তৃতীয় বিশ্বযুদ্ধ বাধতে পারে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সিরিয়া নিয়ে তাঁর প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের পররাষ্ট্র নীতিবিষয়ক পরিকল্পনা তৃতীয় বিশ্বযুদ্ধ বাধাতে পারে।
স্থানীয় সময় মঙ্গলবার এক সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন।
ট্রাম্পের মতে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতা ছেড়ে দিতে সম্মত করানোর চেয়ে তথাকথিত ইসলামিক স্টেটকে (আইএস) পরাজিত করার ওপর বেশি নজর দেওয়া উচিত যুক্তরাষ্ট্রের।
সিরিয়ার আকাশে নো ফ্লাই জোনের (বিমান উড্ডয়ন বন্ধ থাকবে) প্রস্তাব করেছিলেন হিলারি ক্লিনটন। এ ধরনের চিন্তা রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নেতিবাচক করতে পারে বলে অনেকে মত দিয়েছেন।
তবে ক্লিনটনের প্রচারণা দলের ভাষ্য, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রবাসীকে ভয়ের মধ্যে রাখতে চান।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে অবস্থিত ‘ট্রাম্প ন্যাশনাল ডোরাল গলফ রিসোর্ট’-এ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প নিজ দল বিপাবলিকান পার্টির নেতাকর্মীদের আক্রমণ করেন। তিনি বলেন, ‘দলীয় ঐক্য থাকলে আমরা এ নির্বাচনে হিলারির কাছে হারব না।’
সিরিয়া নিয়ে হিলারির পরিকল্পনার পরিপ্রেক্ষিতে ট্রাম্প বলেন, ‘সিরিয়া নিয়ে হিলারি ক্লিনটনের কথা শুনলে আপনি শেষ পর্যন্ত তৃতীয় বিশ্বযুদ্ধ বাধাবেন।’
‘আপনি সিরিয়ার বিরুদ্ধে লড়াই করছেন না, আপনি লড়ছেন সিরিয়া, রাশিয়া ও ইরানের সঙ্গে, ঠিক?’