সুষমা স্বরাজকে কিডনি দিতে চান ভক্তরা
কিডনির সমস্যায় ভুগছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। তাঁর কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন দেখা দিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। আর বিষয়টি জানিয়ে গত মঙ্গলবার নিজের টুইটারে একটি টুইট করেন তিনি।
এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর এ টুইটবার্তার পর তাঁর ভক্তদের অনেকেই তাঁকে কিডনি দিতে আগ্রহ প্রকাশ করেছেন।
এঁদেরই একজন ভূপালের ট্রাফিক সার্জেন্ট গৌরব দাঙ্গি। সুষমাকে কিডনি দান করতে আগ্রহী ভূপালের ট্রাফিক সার্জেন্ট গৌরবের বক্তব্য, দেশের স্বার্থেই সুষমাজির সুস্থ থাকা প্রয়োজন। আর দুজনের রক্তের গ্রুপ এক হওয়ায় তাঁর মাথায় এই কিডনি দান করার কথা আসে বলে জানান গৌরব দাঙ্গি।
গৌরব ছাড়াও সুষমার টুইটের পর কিডনি দিতে চেয়েছেন ভক্তদের অনেকেই। এঁদের আরেকজন নিখিল দাধিক বলেছেন, ‘জাতীয় স্বার্থে আমি আপনাকে আমার কিডনি দিতে প্রস্তুত।’
খেমরাজ শর্মা নামে একজন টুইটের প্রতি-উত্তরে নিজের ফোন নম্বর দিয়ে লিখেছেন, ‘সুষমাজি সারা বিশ্বে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য অনেক কিছু করেছেন। আমাদের কাজের জন্য রোববারও তাঁর মন্ত্রণালয় খোলা রেখেছেন। আর তাই তাঁকে কিডনি দিতে আমি শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত।’
বিবিসি অনলাইন এক খবরে জানায়, গত মঙ্গলবার কিডনির সমস্যার কারণে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয় মোদি সরকারের এই গুরুত্বপূর্ণ মন্ত্রীকে। দীর্ঘ ২০ বছর ধরে ডায়াবেটিসের সমস্যায় ভুগছিলেন তিনি। তা থেকেই কিডনির সমস্যা দেখা দেয় তাঁর। বিষয়টি নিয়ে আশঙ্কার কিছু না থাকলেও কিডনি প্রতিস্থাপনের প্রয়োজনের কথা জানান এইএমসের চিকিৎসকরা। ৬৪ বছরের পররাষ্ট্রমন্ত্রীর চিকিৎসার তত্ত্বাবধানে রয়েছে চারজন চিকিৎসকের একটি বিশেষ দল।
এদিকে যাঁরা সুষমা স্বরাজকে কিডনি দিতে ইচ্ছা প্রকাশ করেছেন বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রীর টুইটার অ্যাকাউন্ট থেকে তাঁদের ধন্যবাদ জানানো হয়েছে।