‘বাংলাদেশের মতো দায়িত্বশীল প্রতিবেশী পেয়ে ভারত গর্বিত’
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল বলেছেন, ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী বাংলাদেশ। দ্বিপক্ষীয় সহযোগিতার সব সম্ভাবনার পরিপূর্ণ ব্যবহার করতে হবে।
শনিবার বাংলাদেশ-ভারত মৈত্রী সংলাপে অজিত দোভাল এ কথা বলেন। আসছে মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর সামনে রেখে তিনি এ মন্তব্য করলেন।
বার্তা সংস্থা এএনআই জানায়, ভারতের নিরাপত্তা বিষয়ে সহায়তার জন্য দোভাল বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ‘বাংলাদেশের মতো নিরাপত্তা বিষয়ে পরিপূর্ণ দায়িত্বশীল প্রতিবেশী পেয়ে ভারত গর্বিত। গত এক বছর বাংলাদেশ সরকার অত্যন্ত সজাগ রয়েছে এবং আমাদের দ্রুত সাড়া দিয়েছে। ভারতের স্বার্থ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতে তারা অনেক বেশিই করেছে।’
পারমাণবিক কেন্দ্র গড়তে সহায়তা চেয়েছে বাংলাদেশ
ভারতের সংবাদমাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, নির্মিতব্য বেসামরিক পারমাণবিক কেন্দ্র গড়ে তুলতে বাংলাদেশ ভারতের সাহায্য চেয়েছে বলে জানিয়েছেন অজিত দোভাল। তিনি বলেছেন, বাংলাদেশ, বিশেষ করে প্রযুক্তিগত প্রশিক্ষণের ক্ষেত্রে সহায়তা চেয়েছে।