ওবামার সামনে ছোট্ট শিশুর মহাক্রোধ!
বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে কতই না দৌড়ঝাঁপ করতে হয় তাঁকে। দেখতে হয় কতকিছু, দাবি-দাওয়া শুনতে হয়, প্রশংসা-কটূবাক্য দুটোই বিদ্ধ হয় ব্যস্ত বুকে। তাই বলে বারাক ওবামাকে দুই বছরের শিশুর এমন রাগ দেখতে হবে? তাও নিজের বাসভবনে?
প্রেসিডেন্ট ওবামা দুই বছর বয়সী ক্লডিয়া মোসের চৌধুরীর জিদ দেখলেন। অভিমানী ক্লডিয়া তার বাবা, মা আর মামার সঙ্গে গত মাসে হোয়াইট হাউসে এসেছিল এক ধর্মীয় উৎসবে। উৎসবের খাবার খাওয়া শেষ। অতিথিরা গল্প করছিলেন। তখনই কেন যেন ছোট্ট ক্লডিয়ার মেজাজ খারাপ হয়ে গেল। আর তাতেই বিপত্তি। হোয়াইট হাউসের কার্পেটের ওপর সটানভাবে শুয়ে মুখ গুঁজে রইল সে। কারো সঙ্গে কোনো কথা না! মুখ দেখাদেখিও বন্ধ।
ওবামা এগিয়ে বিষয়টি দেখলেন। নাহ! ক্ষমতাধর ওই মানুষটি এত কাছে আসার পরও কমল না ক্লডিয়ার রাগ। ওবামা বললেন, ‘মেয়েটি দেখতে দারুণ তো!’
আর তাতেই ক্যামেরায় ক্লিক। ছবিটা ছড়িয়ে পড়ল সামাজিক মাধ্যমে। এদিক-ওদিক করে সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে ক্লডিয়ার অভিমান। মেইল অনলাইন ও ভারতের এনডিটিভি বেশ ঘটা করে ক্লডিয়ার কাণ্ডকীর্তি জানিয়েছে। মেয়ে এভাবে ছড়িয়ে পড়ায় মা লরা মোসের বেশ খুশি। মামা বেঞ্জামিন মোসের নিউইয়র্ক টাইমসের সাংবাদিক। তিনি বললেন, ‘ভাগ্নিটা আমার এত তুচ্ছ না।’ ক্লডিয়ার বাবা অরুণ চৌধুরী ২০০৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় ওবামার ভিডিওগ্রাফার ছিলেন।