যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী পদে লড়ার ঘোষণা দিলেন ঋষি সুনাক
কয়েকদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে যুক্তরাজ্যের সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক ঘোষণা দিয়েছেন যে তিনি কনজারভেটিভ পার্টির প্রধান ও প্রধানমন্ত্রী পদের জন্য লড়বেন। এ লক্ষ্যে ১০০’র বেশি এমপির সমর্থনও পাবেন বলে আশা করছেন তিনি।
এক টুইট বার্তায় নিজের প্রার্থিতা ঘোষণা করে ঋষি সুনাক লেখেন, ‘যুক্তরাজ্য একটি মহান দেশ। তবে আমরা গভীর অর্থনৈতিক সঙ্কটের মুখোমুখি।’ খবর বিবিসির।
সুনাক বলেন, ‘আমরা আমাদের অর্থনীতির পুনর্গঠন করতে পারবো, আমাদের দলকে ঐক্যবদ্ধ করতে পারবো এবং দেশের জন্য কাজ করতে পারবো। তবে যে ঝুঁকিগুলো আমাদের সামনে এসেছে তা করোনার সময়ের চাইতেও বেশ কঠিন। অন্যদিকে যে সুযোগগুলো আমাদের সামনে আছে, যদি সেগুলো আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি তবে তা হবে বিস্ময়কর।’
২০১৯ সালের নির্বাচনি ইশতেহার অনুযায়ী কাজ করার প্রতিশ্রুতি দিয়ে সুনাক বলেন যে, সরকার পরিচালনায় তার সততা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতা বজায় থাকবে।
টুইটে ঋষি সুনাক লেখেন, ‘আমাদের দলের পছন্দ এখন নির্ধারণ করবে যে ভবিষ্যত ব্রিটিশ প্রজন্ম অতীতের যে কোনো সময়ের চাইতে আরও বেশি সুযোগ কাজে লাগাবে কিনা।’
নিজ দলের এমপিদের উদ্দেশে সুনাক লেখেন, ‘আমাদের সমস্যা চিহ্নিত করতে সুযোগ দেওয়ার অনুরোধ করছি। আমাদের দেশ ও দলকে আগামী নির্বাচন পর্যন্ত সামনে এগিয়ে নিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’