তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচন : এগিয়ে এরদোয়ান
দ্বিতীয় দফায় তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা। এবারও গণনায় এগিয়ে আছেন দীর্ঘ দুই দশক ধরে তুরস্কের ক্ষমতায় থাকা রিসেপ তাইয়েপ এরদোয়ান। দেশটির স্থানীয় গণমাধ্যম ডেইলি সাবাহ ও টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
গণমাধ্যম দুটির তথ্যানুযায়ী, আজকের প্রেসিডেন্ট নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছয় কোটি ৪১ লাখ ৯৭ হাজার ৪১৯ জন। এর মধ্যে ৮৪ দশমিক ৯০ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। ইতোমধ্যে ৭১ দশমিক ৪৫ শতাংশ ব্যালট বক্সের ভোট গণনা শেষ হয়েছে। এতে ৫৪ দশমিক ৩৭ অর্থাৎ, এক কোটি ৯৬ লাখ ৬৮ হাজার ৬৭৪ ভোট পেয়েছেন এরদোয়ান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাল কিলিকদারোগলু পেয়েছেন এক কোটি ৬৫ লাখ চার হাজার ১৮০ ভোট।
এর আগে তুরস্কের স্থানীয় সময় আজ রোববার (২৮ মে) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, যা চলে বিকেল ৫টা পর্যন্ত। এক লাখ ৯২ হাজার ভোটকেন্দ্রে ৯ ঘণ্টাব্যাপী চলে ভোটগ্রহণ।
তুরস্কের নির্বাচনের নিয়ম অনুযায়ী, প্রেসিডেন্ট ভোটের প্রথম পর্বে যত ভোট পড়বে তার ৫০ শতাংশ সমর্থন পেতে হয় একজন প্রার্থীকে। গত ১৪ মে তুরস্কে পার্লামেন্ট নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত হয় প্রেসিডেন্ট পদে ভোট। সেদিন প্রার্থীদের কেউই অর্জন করতে পারেননি কাঙ্ক্ষিত ৫০ শতাংশ ভোট । ফলে দ্বিতীয় ধাপে গড়ায় ভোট। আজ সেই লড়াইয়ের দিন। দেশটির আইন অনুযায়ী, প্রথম পর্বে ভোটে এগিয়ে থাকা শীর্ষ দুই পদপ্রার্থী থাকবেন এই লড়াইয়ে। সে হিসেবে ৪৯ দশমিক ৫২ শতাংশ ভোট পাওয়া এরদোয়ান ও ৪৪ দশমিক ৮৮ শতাংশ ভোট পাওয়া কেমাল কিলিকদারোগলুর এখন অপেক্ষার পালা। তাদের একজনই আজ পেতে চলেছেন তুরস্কের মসনদ।
এদিকে, তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটের কারচুপি ঠেকাতে বিরোধী দলগুলো একটি স্বেচ্ছাসেবক বাহিনী মোতায়েন করেছে। প্রথম পর্বের পর আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষকরা ভোটের মাঠে অসমতার কথা উল্লেখ করেছিলেন।
এই নির্বাচনে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে প্রবল মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয়-সংকট। দ্বিতীয় ধাপের নির্বাচনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসীদের বড় অংশের ভোটগ্রহণ ইতোমধ্যে শেষ হয়েছে। প্রথম রাউন্ডে ভোট পড়েছে ৮৮ দশমিক আট শতাংশ। এতে এরদোয়ান এগিয়ে আছেন। তাই উভয় প্রার্থীরই নজর ৮০ লাখ ভোটারের ওপর, যারা প্রথম পর্বে ভোট দেননি, কিন্তু এবার দিতে পারেন।