১০০ বছরের মধ্যে মে মাসের উষ্ণতম দিন দেখল সাংহাই
জলবায়ু পরিবর্তনের ফলে বাড়ছে বিশ্বের তাপমাত্রা। গোটা বিশ্বজুড়েই দেখা যাচ্ছে এর প্রভাব। এবার জলবায়ু পরিবর্তনের প্রভাব দেখল চীনের সাংহাইবাসী। ১০০ বছরের সমস্ত মে মাসের মধ্যে আজ সোমবার (২৯ মে) উষ্ণতম দিন দেখেছে চীনের অন্যতম বাণিজ্যিক শহরের জনগণ। দেশটির আবহাওয়া পরিষেবার বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েইবোতে নিজেদের ভেরিফায়েড অ্যাকাউন্টে এক পোস্টে চীনের আবহাওয়া পরিষেবা জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টা ৯ মিনিটে জুজিয়াহুই স্টেশনের তাপমাত্রা ৩৬ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়, যা ১০০ বছরের মে মাসের মধ্যে সর্বোচ্চ।
এদিকে, বিকেলের সময় মধ্য সাংহাইয়ের মেট্রো স্টেশনে তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস। যা, দুপুরের রেকর্ড ভঙ্গকারী তাপমাত্রার থেকে অনেক বেশি।
আবহাওয়া পরিষেবার তথ্য মতে, ১৮৭৬, ১৯০৩, ১৯১৫ ও ২০১৮ সালে সাংহাইয়ের তাপমাত্রা ৩৫ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠেছিল। তবে, আজকের তাপমাত্রা সেসবকে ছাড়িয়ে গেছে।
বিজ্ঞানীরা বলছেন, বৈশ্বিক উষ্ণতা প্রতিকূল আবহাওয়াকে বাড়িয়ে তুলছে। বিশ্বজুড়ে জলবায়ুর মাত্রাতিরিক্ত পরিবর্তনের কারণে দিন দিন তাপমাত্রা বৃদ্ধি, খরা ও বন্যা বাড়ছে। এ ছাড়া তাপমাত্রা বৃদ্ধিজনিত কারণে সমসাময়িক বিপদ আরও বাড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। সম্প্রতি জাতিসংঘের আবহাওয়া বিষয়ক সংস্থা ওয়ার্ল্ড মেটিওরোলজিকাল অর্গানাইজেশনও (ডব্লিউএমও) বৈশ্বিক তাপমাত্রা খুব শিগগিরই এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে সতর্কবার্তা দিয়েছে।