ভার্জিনিয়ায় বন্দুকধারীর হামলায় নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ভার্জিনিয়ায় বন্দুক হামলায় দুজন নিহত হয়েছেন। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে আরও পাঁচজন। ভার্জিনিয়ার রিচমন্ডে একটি হাইস্কুলের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান শেষে ওই বন্দুকধারী হামলা চালায়। দেশটি পুলিশের বরাতে আজ বুধবার (৭ জুন) এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা।
পুলিশ বলছে, মঙ্গলবার রিচমন্ডে কমনওয়েলথ ইউনিভার্সিটির এটরিয়া থিয়েটারে একটি হাইস্কুলের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষে ওই থিয়টারের কাছে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে ১৯ বছর বয়সী একজনকে গ্রেপ্তার করেছে তারা।
রিচমন্ড পুলিশের চিফ রিক এডওয়ার্ডস বলেন, ‘সন্দেহভাজন আটক ব্যক্তিকে দুটি অভিযোগে অভিযুক্ত হতে পারে।’ তিনি আরও বলেন, ‘গুলির শব্দ শোনার পরই ওই এলাকায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়। কারণ, সেখানে অনেক লোক ছিল। আমরা মনরো পার্কে শতাধিক মানুষকে পেয়েছি। তারা ভীত ছিল।’
হামলাকারীর বিরোধ সেখানে থাকা একজনের সঙ্গে ছিল বলে ধারণা করছেন এডওয়ার্ডস। রিচমন্ড পুলিশের চিফ বলেন, ‘হামলাকারী যেভাবে হামলা চালিয়েছে তা ঘৃণ্য ও কাপুরুষোচিত।’
হামলায় যে দুজন মারা গিয়েছে তারা পুরুষ বলে জানা গেছে। তাদের বয়স যথাক্রমে ১৮ ও ৩৬। তবে, তাদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। তবে, সন্দেহভাজন হামলকারী মারা যাওয়া একজনকে চিনত বলে ধারণা করা হচ্ছে।
এডওয়ার্ডস বলেন, ‘আহতদের মধ্যে ৩১ বছর বয়সী একজনের অবস্থা আশঙ্কাজনক। অন্য যে চারজন আহত হয়েছে তাদের বয়স যথাক্রমে ১৪, ৩২, ৫৫ ও ৫৮। এ ছাড়া হুড়োহুড়িতে ৯ বছরের এক মেয়ে শিশু গাড়ির সঙ্গে ধাক্কায় আহত হয়েছে।’
প্রতিবেদনে আল-জাজিরা জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি পায়ে হেঁটে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাকে আটকের সময় তার কাছ থেকে চারটি বন্দুক পাওয়া যায়। এর মধ্যে তিনটি দিয়ে সন্দেহভাজন গুলি করেছে বলে ধারণা করা হচ্ছে।