পাকিস্তানে প্রবল বর্ষণে ২৫ জনের প্রাণহানি, আহত ১৪৫
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশে প্রবল বর্ষণে অন্তত ২৫ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া আহত হয়েছে ১৪৫ জন। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
সূত্রের বরাতে সংবাদমাধ্যমগুলো জানায়, প্রদেশটির বান্নু জেলায় ১৫ জনের প্রাণহানি এবং ১০০ জন আহত হয়েছে। এছাড়া লাক্কি মারওয়াত জেলায় পাঁচজনের প্রাণহানি এবং ৪২ জন আহত হয়েছে।
কারাক জেলায় চারজন এবং দেরা ইসমাইল খান জেলায় একজনের প্রাণহানি ও দুজন আহত হয়েছে।
প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আরও জানায়, প্রদেশে মোট ১৭ জন পুরুষ, একজন নারী ও সাত শিশু প্রাণ হারিয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই প্রাণহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গতকাল শনিবার (১০ জুন) এ কথা জানানো হয়েছে। প্রধানমন্ত্রী দুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রম চালাতে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও স্থানীয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।