কলকাতা বিমানবন্দরে আগুন
ভারতের কলকাতা বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দেশটির স্থানীয় সময় আজ বুধবার (১৪ জুন) রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো ঘটনা না ঘটলে আতঙ্কের সৃষ্টি হয়। তবে, ফায়ার সার্ভিসের ৯ ইউনিটের চেষ্টায় ঘণ্টাখানেকের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। খবর আনন্দ বাজার পত্রিকার।
প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যমটি জানায়, আজ রাত ৯টা ২০ মিনিটে বিমানবন্দর থেকে বের হওয়ার তিন নম্বর গেটের কাছে আগুন লাগে। মুহূর্তেই ধোঁয়ায় আছন্ন হয়ে পড়ে গোটা টার্মিনাল। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিমানবন্দরের পাঁচটি এবং দমকল বাহিনীর চারটি ইউনিটের ঘণ্টাখানেকের চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে, কীভাবে আগুনের সূত্রপাত তা এখনও নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, যাত্রীদের মালামাল বহনের কনভেয়ার বেল্ট থেকে শর্ট সার্কিট হয়ে আগুন লাগতে পারে।