শি জিনপিংকে একনায়ক বলায় বাইডেনের নিন্দায় চীন
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সরাসরি ‘একনায়ক’ বলে সম্বোধন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর জবাবে বাইডেনের বক্তব্যের নিন্দা জানিয়েছে চীন। আজ বুধবার (২১ জুন) নিন্দা জানিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এটিকে রাজনৈতিক উসকানি বলে সম্বোধন করেছে। খবর এএফপির।
মঙ্গলবার ক্যালিফোর্নিয়ায় একটি তহবিল সংগ্রহের অনুষ্ঠানে অংশ নেন বাইডেন। সেখানে নিজের বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘গত ফেব্রুয়ারিতে চীনা বেলুনে হামলার ঘটনায় ক্ষুব্ধ হয়েছিলেন শি।’ নজরদারির জন্য ওই বেলুন ব্যবহার করা হচ্ছিল বলে দাবি ওয়াশিংটনের। যুক্তরাষ্ট্রের আকাশে থাকা অবস্থায় একটি যুদ্ধবিমান দিয়ে বেলুনটি ধ্বংস করা হয়।
প্রতিবেদনে এএফপি জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য এমন সময় এলো যখন কি না দুদিনের বেইজিং সফর শেষ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। বিশ্বের দুই পরাশক্তির মধ্যে উত্তেজনা প্রশমন ও সম্পর্ক উত্তরণে এই সফর করেছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
ক্যালিফোর্নিয়ার অনুষ্ঠানে বাইডেন বলেছেন, ‘যে কারণে শি মর্মাহত হয়েছেন, সেটি হলো, আমি বেলুনটি ধ্বংস করার জন্য বলেছিলাম। নজরদারি সরঞ্জামাদিতে ওই বেলুনে পরিপূর্ণ ছিল। শি কি জানতেন না সেগুলো সেখানে ছিল যে।’
বাইডেন আরও বলেন, ‘আমি খুব সিরিয়াস। একজন একনায়কের জন্য বিষয়টি খুবই ব্রিবতকর। তারা জানত না সেখানে কি হয়েছে।’
বাইডেনের মন্তব্যকে হাস্যকর বলে আখ্যা দিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ এক সংবাদ সম্মেলনে বলেন, ‘মার্কিন পক্ষের মন্তব্য অত্যন্ত হাস্যকর ও দায়িত্বজ্ঞানহীন। তারা কূটনৈতিক প্রোটোকল ও চীনের রাজনৈতিক মর্যাদা লঙ্ঘন করেছে। চীন এ বিষয়ে অসন্তুষ্ট এবং দৃঢ়ভাবে বিরোধিতা করে।’
তথ্যের বিকৃতি
দীর্ঘদিন চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো যাচ্ছে না। এই দুই পরাশক্তির সম্পর্কের আরও অবনতি হয় গত ফেব্রুয়ারিতে। সেই সময় মার্কিন আকাশে চীনের বেলুন ধ্বংস করা হয়। বেলুন নিয়ে আজও নিজেদের বক্তব্য পুর্নব্যক্ত করেছে বেইজিং। একইসঙ্গে বেলুন ধ্বংসের ওয়াশিংটনের সিদ্ধান্তের বিরোধিতা করেছে।
বেলুন ইস্যু নিয়ে আজকের সংবাদ সম্মেলনে মাও নিং বলেন, ‘যুক্তরাষ্ট্রের উচিত ছিল বিষয়টিকে শান্তভাবে ও পেশাগতভাবে মোকাবিলা করা। কিন্তু, তারা সেটি করেনি। তাদের বাহিনীর ক্ষমতার অপব্যবহার করেছে। তাদের আধিপত্যবাদী ও নিপীড়নকে সম্পূর্ণরূপে প্রকাশ করেছে।’
বাইডেনের মন্তব্যে রাশিয়ার প্রতিক্রিয়া
মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের সমালোচনা করেছে বিশ্বের অন্যতম শক্তিধর রাশিয়া। ক্রেমলিনের মতে, ওয়াশিংটনের মন্তব্য তাদের নির্দেশনাহীন পররাষ্ট্রনীতির প্রতিফলন। আজ সাংবাদিকদের ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘এই মন্তব্য মার্কিন পররাষ্ট্রনীতির পরস্পরবিরোধী প্রকাশ।’