এক বছরে ওয়াগনার গ্রুপকে ১০০ কোটি ডলার দিয়েছে রাশিয়া
রাশিয়ার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর অন্যতম সহযোগী ও ভাড়াটে বেসরকারি বাহিনী ওয়াগনার গ্রুপকে ১০০ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ দিয়েছে মস্কো। শুধুমাত্র এক বছরে ভাড়াটে সৈন্যদলটিকে এই অর্থ দিয়েছে তারা। আজ মঙ্গলবার (২৭ জুন) বিষয়টি জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর এএফপির।
গত সপ্তাহে রাশিয়ার বিরুদ্ধে বিদ্রোহের ঘোষণা দিয়েছিলেন ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোঝিন। রোস্তভ শহরের নিয়ন্ত্রণও নেয় তারা। ঘোষণা দেয় মস্কো অভিমুখে যাওয়ার। এরপর জোরদার করা হয় মস্কোর নিরাপত্তা। তবে, বেলারুশ প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর মধ্যস্থতায় থামে গ্রুপটি। বেলারুশে নির্বাসিত জীবনযাপন করতে রাজি হন প্রিগোঝিন।
ওয়াগনার গ্রুপকে অর্থ প্রদানের বিষয়ে পুতিন বলেন, ‘২০২২ সালের মে মাস থেকে ২০২৩ সালের মে পর্যন্ত তাদের (ওয়াগনার গ্রুপ) আট হাজার ৬২৬ কোটি রুবল (রাশিয়ার মুদ্রা) দেওয়া হয়েছে। ইউক্রেনে যুদ্ধ করা গ্রুপটির যোদ্ধাদের বেতন ও প্রণোদনা বাবদ এই অর্থ দেওয়া হয়।’
আজ পুতিনের ভাষণটি টেলিভিশনে সম্প্রচারিত হয়। তবে, ভাষণ দেওয়ার আগে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতনদের সঙ্গে বৈঠক করেন রুশ প্রেসিডেন্ট।
প্রতিবেদনে এএফপি জানিয়েছে, আগে একবার ওয়াগনার গ্রুপের অস্তিত্বের কথা অস্বীকার করেছিল রাশিয়া। আফ্রিকা ও মধ্য প্রাচ্যের বেশ কয়েকটি দেশে মস্কোর স্বার্থে গ্রুপটি কাজ করেছে। ইউক্রেন আগ্রাসনের পরই ওয়াগনার গ্রুপের বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। একইসঙ্গে সামনে ওঠে আসেন ক্রেমলিনের সাবেক ক্যাটারিং কন্ট্রাক্টর ও ‘পুতিনের বাবুর্চি’ খ্যাত প্রিগোঝিন।
ওয়াগনার গ্রুপের বিদ্রোহকে বিশ্বাসঘাতকতা বলে আখ্যা দিয়েছিলেন ২৩ বছর ধরে রাশিয়ার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা পুতিন। ভাড়াটে সৈন্যদলটিকে দেওয়া অর্থ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। পুতিন বলেন, ‘ওয়াগনার গ্রুপকে দেওয়া অর্থ রাষ্ট্রীয় বাজেট থেকে দেওয়া হয়েছে। আমরা এই গ্রুপটিকে সম্পূর্ণভাবে অর্থায়ন করেছি।’