মত পাল্টালেন এরদোয়ান, ন্যাটোর সদস্য হচ্ছে সুইডেন
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ ন্যাটোতে যোগদানের জন্য সুইডেনের প্রস্তাবকে সমর্থন করতে সম্মত হয়েছেন। সামরিক জোটটির প্রধান জেনস স্টলটেনবার্গ এ তথ্য জানিয়েছেন। এতদিন একমাত্র তুরস্কের আপত্তির কারণে সুইডেন ন্যাটোর সদস্যপদ পাচ্ছিল না। এবার প্রেসিডেন্ট এরদোয়ান মত পাল্টানোয় দেশটি সমারিক জোটটির সদস্য হতে যাচ্ছে। খবর বিবিসির।
ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গ বলেন, তুর্কি প্রেসিডেন্ট সুইডেনের প্রস্তাব আঙ্কারায় পার্লামেন্টে পাঠাবেন এবং এতে ‘অনুসমর্থন নিশ্চিত করবেন’।
এদিকে প্রতিক্রিয়া জানিয়ে সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বলেছেন, ‘আমি খুব খুশি, এটি সুইডেনের জন্য একটি ভালো দিন।’
তুরস্ক এর আগে কুর্দি জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগে সুইডেনের ন্যাটোতে যোগদানের আবেদনটি কয়েক মাস ধরে আটকে রেখেছিল। ৩১ দেশের জোট ন্যাটোর সদস্য হিসেবে তুরস্কের এতে যোগদান করতে চাওয়া যেকোনো নতুন দেশের ওপর ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে।
এ খবরের প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, প্রস্তাবটি ‘দ্রুত অনুমোদনের’ জন্য এগিয়ে নিতে প্রেসিডেন্ট এরদোয়ানের প্রতিশ্রুতিকে তিনি স্বাগত জানান।
বাইডেনকে উদ্ধৃত করে হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, ‘আমি ইউরো-আটলান্টিক এলাকায় প্রতিরক্ষা ও প্রতিরোধ বাড়াতে প্রেসিডেন্ট এরদোয়ান ও তুরস্কের সঙ্গে কাজ করতে প্রস্তুত। আমি আমাদের ৩২তম ন্যাটো মিত্র হিসেবে প্রধানমন্ত্রী ক্রিস্টারসন ও সুইডেনকে স্বাগত জানাতে উন্মুখ।’
জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেন বেয়ারবক টুইট করেন, ‘৩২ এ, আমরা একসঙ্গে সবাই নিরাপদ।’ ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, সুইডেনের যোগদান ‘আমাদের সবাইকে নিরাপদ করে তুলবে’।
লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে তুর্কি ও সুইডিশ নেতাদের মধ্যে আলোচনার পর স্টলটেনবার্গ সোমবার (১০ জুলাই) গভীর রাতে এই চুক্তির ঘোষণা দেন।
ন্যাটো প্রধান এটিকে ‘ঐতিহাসিক পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করেছেন। তবে তিনি জোর দিয়ে বলেন, সুইডেন কখন সামরিক জোটে যোগ দেবে, সেটির ‘স্পষ্ট তারিখ’ দেওয়া যাবে না। কারণ, এটি তুরস্কের পার্লামেন্টের ওপর নির্ভর করছে।
সুইডেন এবং এর প্রতিবেশী ফিনল্যান্ড যুদ্ধকালীন নিরপেক্ষতার দীর্ঘ ইতিহাস থাকা সত্ত্বেও গত বছরের মে মাসে ন্যাটোতে যোগদানের অভিপ্রায় জানিয়েছিল। রাশিয়া ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করার কয়েক মাস পর উভয় দেশ এমন প্রস্তাব করে। গত এপ্রিল মাসে ফিনল্যান্ড আনুষ্ঠানিকভাবে ন্যাটোতে যোগ দেয়।