পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নিহত
অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরের একটি গুরুত্বপূর্ণ পবিত্র স্থানের কাছে আজ বৃহস্পতিবার (২০ জুলাই) ভোরে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।
নিহতের পরিচয় উল্লেখ না করে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘নাবলুসে দখলদার ইসরায়েলি বাহিনীর গুলিতে এক নাগরিক নিহত হয়েছে।’
বিবৃতিতে আরও বলা হয়, হামলায় তিনজন আহত হয়েছে এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইসরায়েলি বাহিনী এ ঘটনায় তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর ফিলিস্তিনিদের একের পর এক হামলা এবং ফিলিস্তিনিদের ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের সহিংসতার পর পশ্চিম তীরে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা এএফপিকে বলেন, সেনাবাহিনী একদল ইসরায়েলি নাগরিককে কঠোর নিরাপত্তা দিয়ে নাবলুসের কাছে একটি ধর্মীয় স্থানে নিয়ে যাওয়ার সময় কয়েক ডজন ফিলিস্তিনি নাগরিক টায়ারে আগুন ধরিয়ে দেয় এবং সৈন্যদের লক্ষ্য করে বিস্ফোরক ডিভাইস ও পাথর ছুড়ে।
ইসরায়েলিরা জোসেফের সমাধির দিকে যাচ্ছিল। এটি একটি পবিত্র স্থান হিসেবে পরিচিত। পশ্চিম তীরের এই জায়গায় প্রায়ই সহিংস ঘটনা ঘটে।
সেনাবাহিনী নিয়মিত ভক্তদের ওই স্থানে নিয়ে যায়। এক্ষেত্রে ফিলিস্তিনিরা ইসরাইলের এমন কর্মকাণ্ডকে ‘উসকানিমূলক পদক্ষেপ’ হিসেবে বিবেচনা করে।
ইসরায়েল ১৯৬৭ সাল থেকে পশ্চিম তীর দখল করে রয়েছে। প্রায় চার লাখ ৯০ হাজার ইসরায়েলি এই অঞ্চলে বসবাস করে। আন্তর্জাতিক আইন অনুযায়ী ইসরায়েলের এসব বসতি অবৈধ বলে বিবেচনা করা হয়।