উল্কাবৃষ্টিতে রেঙেছিল রাতের আকাশ
গতকাল শনিবার রাতের আকাশ ছিল আলোকিত। একে একে খসে পড়ছিল অসংখ্য তারা। পৃথিবীজুড়ে এ দৃশ্য দেখা দিয়েছিল। জ্যোতির্বিদের ভাষায় এটিকে বলা হয় ‘উল্কাবৃষ্টি’। বিবিসির প্রতিবেদন বলছে, উল্কাবৃষ্টির সময় ঘণ্টায় ১০০টি পর্যন্ত উল্কার পতন ঘটতে পারে। মাটির কাছাকাছি আসতেই তা নিভে যায়। ফলে তা খালি চোখে দেখা যায়। গতকাল যেসব উল্কার পতন হয়েছে, তা এসেছে ধূমকেতু সুইফট–টার্টেল থেকে।
এমন প্রাকৃতিক প্রদর্শন প্রতি বছর জুলাই এবং আগস্টে একই সময়ে ঘটে বলে জানা যায় ওই প্রতিবেদনে। এই বছর গতকাল শনিবার রাত থেকে আজ রোববার দিনের প্রথম ভাগ পর্যন্ত এমনটা দেখা গেছে।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা উল্কাবৃষ্টির দৃশ্য ধারণ করে। নাসার অল স্কাই ফায়ারবল অনেকগুলো ক্যামেরা ব্যবহার করে উল্কাপাত বা উল্কাবৃষ্টির ছবি তোলে। তারা এ বছর প্রথম উল্কাপাত দেখে ২৬ জুলাই। এরপর জানানো হয়, এ বছরের ১২ ও ১৩ আগস্ট উল্কাবৃষ্টি হতে পারে।