ইউক্রেনের পশ্চিমাঞ্চলেও এবার বড় ক্ষেপণাস্ত্র হামলা
প্রায় ১৭ মাস আগে ইউক্রেনের ওপর হামলা শুরু করার পর থেকে রাশিয়া এতকাল মূলত পূর্ব ও দক্ষিণে জমি বেদখল করার চেষ্টা চালিয়ে এসেছে৷ এছাড়া রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা তো চলছেই৷ কিন্তু, ইউক্রেনের পশ্চিম অংশে যুদ্ধের তেমন আঁচ পাওয়া যায়নি৷ এবার পশ্চিমাঞ্চলীয় লভিভ ও উত্তর পশ্চিমের ভোলিন অঞ্চলের ওপর জোরালো ক্ষেপণাস্ত্র হামলায় একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে৷ অনেক মানুষ আহত হয়েছে বলেও খবর পাওয়া গেছে৷
লভিভ শহরের মেয়র আন্দ্রি সাদোভিয়ি বলেন, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কাজে লাগিয়ে একাধিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা সম্ভব হলেও কয়েকটি আঘাত হেনেছে৷ কমপক্ষে একটি জ্বলন্ত বহুতল বাসভবন থেকে মানুষকে উদ্ধার করতে হয়েছে৷
পোল্যান্ড সীমান্তের কাছের এই শহরে গত জুলাই পর্যন্ত রাশিয়া হামলা চালায়নি৷ ওই মাসে একটি ক্ষেপণাস্ত্র হামলায় ১০ জন নিহত হয়৷ লভিভের উত্তরে পোল্যান্ড সীমান্তের কাছে ভোলিন অঞ্চলেও রুশ হামলা বিরল ঘটনা৷ এর ফলে কমপক্ষে দুজন আহত হয়েছে বলে আঞ্চলিক রাজধানী লুৎস্কের মেয়র জানিয়েছেন৷
সোমবার (১৪ আগস্ট) দিনগত রাত দুটো নাগাদ গোটা ইউক্রেনজুড়েই দুই ঘণ্টার জন্য এয়ার রেড অ্যালার্ট জারি করা হয়৷ ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ পোল্যান্ডের সীমান্তের এত কাছে রাশিয়ার বড় আকারের ক্ষেপণাস্ত্র হামলা ইউক্রেন যুদ্ধ আরও বিপজ্জনক করে তুলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷
সোমবার (১৪ আগস্ট) রাশিয়া দক্ষিণে ওডেসা এবং পূর্বের কিছু অঞ্চলেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে৷ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে কিছু হামলা প্রতিহত করা সম্ভব হলেও কিছু ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে৷ ওডেসা বন্দর থেকে খাদ্যশস্য রপ্তানির কাজে বাধা দিতে রাশিয়া মরিয়া হয়ে হামলা চালিয়ে যাচ্ছে৷
ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি সামরিক বাহিনীর মনোবল বাড়াতে ঝুঁকি সত্ত্বেও প্রায়ই যুদ্ধক্ষেত্র পরিদর্শন করছেন৷ সোমবার তিনি রাশিয়া অধিকৃত বাখমুত শহরের উত্তরাঞ্চলের কয়েকটি সেনা ইউনিটের সঙ্গে সাক্ষাৎ করেন৷ কয়েকজন সৈন্যকে বীরত্বের মেডেলও দেন তিনি৷ এক ভিডিও বার্তায় তিনি মানুষের জীবন রক্ষার জন্য সৈন্যদের প্রতি কৃতজ্ঞতা জানান৷ মানুষের জীবন বাঁচানোর স্বার্থে জেলেনস্কি ইউক্রেনে ড্রোন উৎপাদন এবং বিদেশ থেকে ড্রোন আমদানির গুরুত্ব তুলে ধরেন৷
ইউক্রেনের উপপ্রতিরক্ষামন্ত্রী হানা মালিয়ার সোমবার জানান, তাদের সেনাবাহিনী বাখমুতের দক্ষিণে তিন বর্গকিলোমিটার জমি রাশিয়ার হাত থেকে আবার ছিনিয়ে নিয়েছে৷ সব মিলিয়ে গত ১০ সপ্তাহে বাখমুতের আশপাশে প্রায় ৪০ বর্গকিলোমিটার আবার ইউক্রেনের নিয়ন্ত্রণে ফিরে এসেছে৷